হেলাল সরকার : অক্টোবর ১৩, ২০২৫ তারিখে সিটি অফ টরন্টোর অর্থায়নে Park People এর সহায়তায় প্রেইরী ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপ কর্তৃক রেভিন ডে পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে Thanksgiving এর শূভেচছা এবং হিন্দু স¤প্রদায়ের প্রতি দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

গ্রুপ লিডার শাহ মহিউদ্দিন রেভিন কি, geological গঠন এবং উহার উপকারিতা সম্পর্কে বর্ণনা করেন। তিনি আরো বলেন, রেভিনের সাথে সকলকে পরিচিত ও সংযোগ স্থাপন করা এবং ইহাকে ধ্বংস ও খয়খতি হতে রক্ষা করার জন্যে সকলকে অবহিত করাই রেভিন ডে পালনের উদ্দেশ্যে।
Immigrants, newcomers, gardeners এবং equity deserving communities সহ বিভিন্ন শ্রেণী, বয়স এবং পেশার লোকজন উপস্থিত ছিলেন। Warden Woods Ravine এর Guss Harris Trail এ কমিউনিটি সদস্য নাজমা খানম Land acknowlegement বক্তব্য পাঠ করেন। অতঃপর রেভিন, প্রকৃতির বিভিন্ন দিক এবং উহার রক্ষণাবেক্ষণের বিষয়ে আরোও বক্তব্য রাখেন geologist আব্দুস সালাম এবং Toronto Natures Stewardship এর Jim Purvis, Anne Purvis GesPark People এর Emily. বক্তারা আগ্রহী participantদের positive and constructive বিভিন্ন প্রশ্নের appropriate জবাব দেন।
শরতের স্নিগ্ধ, শীতল, মেঘলা আকাশে আংশিক রোদ্রোকরোজ্জ্বল আবহাওয়ায় এবং বিভিন্ন রং এর পাতার প্রকৃতির দৃশ্যাবলী সবাই উপভোগ করেন।
অনুষ্ঠানে পটলাক কফি, মুখরোচক চানাচুর মুড়ি, চিকপি, সুস্বাদু পাকোড়া এবং চিকেন বিরিয়ানি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। তাছাড়া সবাইর মাঝে Ravine Day এর বিভিন্ন বই এবং handouts বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন মাইনুল, রবিউল, জামান, রনি, সুমি, নাজমা, গুলনাজ, হাসনা বানু, আনার, হালিমা, সেলভি, রাজা, সাব্বিরসহ আরো অনেকে।
পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।