Home ইন্টারন্যাশনাল রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশগুলোর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের (২১০ বিলিয়ন ইউরো) সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ থেকে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করার পরিকল্পনাও করেছে ২৭ দেশের জোটটি। তবে রাশিয়ার এই অর্থে হাত না দিতে ইইউকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার জামার্নির বার্লিনে ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন সংক্রান্ত ঋণ বাবদ ইউরোপের বিভিন্ন ব্যাংকে রুশ কেন্দ্রীয় ব্যাংকের ফ্রিজড অবস্থায় থাকা অর্থ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তাতে আপত্তি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, বর্তমানে রাশিয়ার অর্থ ব্যাংকগুলোতে যে অবস্থায় আছে, সে অবস্থাতেই যেন থাকে।’

টাস্ক বলেন, ‘এই মুহূর্তে ইইউর কাছে একটি সিদ্ধান্ত আছে, যার আওতায় রাশিয়ার সম্পদ স্থায়ীভাবে জব্দ করার অনুমতি দেওয়া হবে। তবে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য এই (জব্দ করা) তহবিলের সম্ভাব্য ব্যবহার, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কথা তো বাদই… বিষয়টি এখনো অনেক আলোকবর্ষ দূরে।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বলছে, এই রাশিয়ান সম্পদগুলো যেভাবে আছে থাকতে দাও। কারণ পুতিনের সঙ্গে বসে বলা কঠিন যে, ‘আসুন একটা আপস করি, কিন্তু আমরা তোমার টাকা নিচ্ছি’। আমেরিকার যুক্তি হলো, এখানে খুব সাবধান থাকা এবং জিনিসগুলোকে (মীমাংসা) ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে না দেওয়া।’

ডোনাল্ড টাস্কের মতে, যুক্তরাষ্ট্র এই তহবিলগুলো ভিন্নভাবে ব্যবহার করতে আগ্রহী। আমি মনে করি, তারা নিজেরাই কিছু ব্যবহার করবে, তবে সম্ভবত রাশিয়ার সঙ্গে পরামর্শ করে। কখনো কখনো দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের এই বিষয়ে একটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি রয়েছে…।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এক এক্স বার্তায় বলেন, ‘ইইউ রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য অচল করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি নিশ্চিত করে রাশিয়ার তহবিলের ২১০ বিলিয়ন ইউরো (২৪৬ বিলিয়ন ডলার) তখন পর্যন্ত ইইউর মাটিতে থাকবে, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনকে তার ক্ষতির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, এটি রাশিয়ার কাছে একটি ‘জোরালো সংকেত’ পাঠায় যে যুদ্ধ যতদিন চলবে ততদিন তার খরচ বাড়তে থাকবে।

ইইউ’র কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবে। তবে এক্ষেত্রে ইউক্রেনকে একটি শর্ত পালন করতে হবে। সেটি হলো রাশিয়া যদি দেশটিকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেনও কিস্তির ভিত্তিতে রাশিয়াকে এই অর্থ বুঝিয়ে দেবে।

আগামীকাল ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাফতরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স, আরটি

RELATED ARTICLES

মেক্সিকোর সংসদে চুলোচুলি

অনলাইন ডেস্ক : মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে...

যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের সঙ্গে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না...

সৌদি আরবে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক : সৌদি আরব এক বছরে সর্বাধিকসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিনোদন ডেস্ক : একটি ছবি, একটি ক্যাপশন আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ল বর্ণবিদ্বেষের বিতর্ক। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের...

রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশগুলোর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের (২১০ বিলিয়ন ইউরো) সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের...

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নসিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র...

মেক্সিকোর সংসদে চুলোচুলি

অনলাইন ডেস্ক : মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে...

Recent Comments

Exit mobile version