Thursday, December 18, 2025
Thursday, December 18, 2025
Home ইন্টারন্যাশনাল রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশগুলোর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের (২১০ বিলিয়ন ইউরো) সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ থেকে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করার পরিকল্পনাও করেছে ২৭ দেশের জোটটি। তবে রাশিয়ার এই অর্থে হাত না দিতে ইইউকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার জামার্নির বার্লিনে ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন সংক্রান্ত ঋণ বাবদ ইউরোপের বিভিন্ন ব্যাংকে রুশ কেন্দ্রীয় ব্যাংকের ফ্রিজড অবস্থায় থাকা অর্থ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তাতে আপত্তি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, বর্তমানে রাশিয়ার অর্থ ব্যাংকগুলোতে যে অবস্থায় আছে, সে অবস্থাতেই যেন থাকে।’

টাস্ক বলেন, ‘এই মুহূর্তে ইইউর কাছে একটি সিদ্ধান্ত আছে, যার আওতায় রাশিয়ার সম্পদ স্থায়ীভাবে জব্দ করার অনুমতি দেওয়া হবে। তবে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য এই (জব্দ করা) তহবিলের সম্ভাব্য ব্যবহার, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কথা তো বাদই… বিষয়টি এখনো অনেক আলোকবর্ষ দূরে।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বলছে, এই রাশিয়ান সম্পদগুলো যেভাবে আছে থাকতে দাও। কারণ পুতিনের সঙ্গে বসে বলা কঠিন যে, ‘আসুন একটা আপস করি, কিন্তু আমরা তোমার টাকা নিচ্ছি’। আমেরিকার যুক্তি হলো, এখানে খুব সাবধান থাকা এবং জিনিসগুলোকে (মীমাংসা) ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে না দেওয়া।’

ডোনাল্ড টাস্কের মতে, যুক্তরাষ্ট্র এই তহবিলগুলো ভিন্নভাবে ব্যবহার করতে আগ্রহী। আমি মনে করি, তারা নিজেরাই কিছু ব্যবহার করবে, তবে সম্ভবত রাশিয়ার সঙ্গে পরামর্শ করে। কখনো কখনো দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের এই বিষয়ে একটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি রয়েছে…।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এক এক্স বার্তায় বলেন, ‘ইইউ রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য অচল করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি নিশ্চিত করে রাশিয়ার তহবিলের ২১০ বিলিয়ন ইউরো (২৪৬ বিলিয়ন ডলার) তখন পর্যন্ত ইইউর মাটিতে থাকবে, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনকে তার ক্ষতির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, এটি রাশিয়ার কাছে একটি ‘জোরালো সংকেত’ পাঠায় যে যুদ্ধ যতদিন চলবে ততদিন তার খরচ বাড়তে থাকবে।

ইইউ’র কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবে। তবে এক্ষেত্রে ইউক্রেনকে একটি শর্ত পালন করতে হবে। সেটি হলো রাশিয়া যদি দেশটিকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেনও কিস্তির ভিত্তিতে রাশিয়াকে এই অর্থ বুঝিয়ে দেবে।

আগামীকাল ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাফতরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স, আরটি

RELATED ARTICLES

সারাদেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

অনলাইন ডেস্ক : সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।...

ইরানের সাথে যুদ্ধ এখনও শেষ হয়নি: মোসাদ প্রধানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এক কড়া সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান...

তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত রকেট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সারাদেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

অনলাইন ডেস্ক : সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।...

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক : আগামী ২৫শে ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার। বিবিসি...

সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

বিনোদন ডেস্ক : ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। পার হয়েছে ১৩ বছর, সাইফ-কারিনা এখন দুই...

ইরানের সাথে যুদ্ধ এখনও শেষ হয়নি: মোসাদ প্রধানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এক কড়া সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান...

Recent Comments