Home বিনোদন অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিনোদন ডেস্ক : একটি ছবি, একটি ক্যাপশন আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ল বর্ণবিদ্বেষের বিতর্ক। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের একটি ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের ক্ষোভ ও সমালোচনা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেয়া হয় ‘মিস ফিনল্যান্ড’ খেতাব।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ। ছবিতে দেখা যায়, তিনি চোখের কোণা টেনে ধরেছেন যা পূর্ব এশীয়দের ক্ষেত্রে বহুদিন ধরেই একটি অবমাননাকর ভঙ্গি হিসেবে বিবেচিত। বিতর্ক আরও তীব্র হয় ছবির ক্যাপশন ঘিরে, যেখানে লেখা ছিল “ইটিং উইথ চাইনিজ”।

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। অভিযোগ ওঠে, এটি এশীয়দের প্রতি স্পষ্ট বর্ণবিদ্বেষমূলক আচরণ। ঘটনার জেরে মিস ফিনল্যান্ড সংস্থা সারাহর মুকুট কেড়ে নেয়। সংস্থার বিবৃতিতে জানায়,মিস ফিনল্যান্ড একজন রোল মডেল। সকল জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্ব। এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ।

এই বিতর্কে জড়িয়ে পড়ে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ফিনএয়ারও। জাপানে ফিনএয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সংস্থাটি জানায়, এই ধরনের মন্তব্য বা আচরণ তাদের মূল্যবোধকে প্রতিফলিত করে না। এমনকি ফিনল্যান্ড বয়কটের ডাকও ওঠে বিভিন্ন জায়গায়। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো প্রকাশ্যে এই ঘটনায় মন্তব্য করে বলেন, এই ধরনের অঙ্গভঙ্গি চিন্তাহীন ও নির্বুদ্ধিতার পরিচয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, সারাহ জাফসে দাবি করেছেন, ছবির সময় তার মাথাব্যথা হচ্ছিল এবং সেটাই ছিল ওই ভঙ্গির কারণ। তার আরও দাবি, আপত্তিকর ক্যাপশনটি তার অজান্তেই এক বন্ধু যোগ করেছিলেন। ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে তিনি লেখেন, এই ছবিটি অনেকের মনে কষ্ট দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। মানুষের পার্থক্য ও পরিচয়ের প্রতি শ্রদ্ধা দেখানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তবে এই ক্ষমাও সকলের মন জয় করতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি শুধুমাত্র ফিনিশ ভাষায় লেখা যা এশীয়দের প্রতি আন্তরিকতার অভাবের ইঙ্গিত দেয়। জাপানে বসবাসকারী এক জাপানি নাগরিক ফিনল্যান্ডে এশীয়দের প্রতি বৈষম্যের তদন্ত চেয়ে একটি পিটিশন শুরু করেছেন, যাতে ইতিমধ্যেই ৭ হাজারের বেশি স্বাক্ষর পড়েছে। জাপানে ফিনল্যান্ড দূতাবাসও স্বীকার করেছে দেশটিতে বর্ণবিদ্বেষ একটি বাস্তব সমস্যা, যার সমাধানে ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

RELATED ARTICLES

মন্দিরে পূজা দিতে গিয়ে যৌন হয়রানি, গুরুতর অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর!

বিনোদন ডেস্ক : মন্দিরে গিয়েছিলেন আশীর্বাদ নিতে। কিন্তু তাকে ফিরতে হয়েছে যৌন হয়রানির শিকার হয়ে। এমনকি আশীর্বাদের নামে তার ব্লাউজের মধ্যে ঢোকানো হয়েছে হাত।...

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

বিনোদন ডেস্ক : সমালোচনা যেন পিছুই ছাড়ে না ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। প্রায়ই নিজের নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিশেষ করে; ব্যক্তিজীবন...

ফুটবলের রাজার সঙ্গে বলিউডের রাজার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক : ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফরের সূচনা হলো ফুটবলের পীঠস্থান কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই সাক্ষী থাকল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবমাননাকর মুখভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিনোদন ডেস্ক : একটি ছবি, একটি ক্যাপশন আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ল বর্ণবিদ্বেষের বিতর্ক। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের...

রাশিয়ার জব্দ সম্পদে ‘হাত না দিতে’ ইইউকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশগুলোর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের (২১০ বিলিয়ন ইউরো) সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের...

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নসিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র...

মেক্সিকোর সংসদে চুলোচুলি

অনলাইন ডেস্ক : মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে...

Recent Comments

Exit mobile version