Home কমিউনিটি মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গত ৬ই সেপ্টেম্বর, ২০২৫ শনিবার সন্ধ্যায় ড্যানফোর্থে’র স্পাইসি গ্রীল রেস্টুরেন্টে বাংলাদেশের স্বাধীনতা তথা দেশ রক্ষায় প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলার লক্ষে ‘মঞ্চ ৭১ কানাডা’র এক সভার আয়োজন করা হয়। ‘মঞ্চ ৭১ কানাডা’র সভাপতি মোঃ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোর্শেদ আহমেদ মুক্তা’র সঞ্চালনায় ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপস্থিত সকলেই আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের শারীরিক ভাবে নিগৃহীত করা ও দেশ বিরোধী বিভিন্ন ঘৃণ্য কর্মকাণ্ডের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তারা স্বাধীনতা ও মানবতা বিরোধী জামাত নেতাদের কানাডা আগমনে ভিসা প্রাপ্তির লক্ষে স¤প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঢাকাস্থ কানাডা দূতাবাসকে সুপারিশ পত্র প্রদান করার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নিজেদের মধ্যে ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যে কোন প্রকারে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার আশবাদও ব্যক্ত করেন সকলেই।
সভাপতির ভাষণে মোঃ হাসান স্বাধীনতা ও দেশ রক্ষার আন্দোলনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে শরিক হওয়ার আহŸান জানিয়ে টরন্টো, অটোয়া, মন্ট্রিয়লের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে সম্পৃক্ত করে ও সকলের সম্মতিক্রমে মোঃ হাসানকে আহŸায়ক ও মোর্শেদ আহম্মদ মুক্তাকে সদস্য সচিব করে ‘মঞ্চ ৭১ কানাডা’র প্রাথমিক কমিটি ঘোষনা করেন।

পর্যায়ক্রমে কনাডার অন্যান অঞ্চলকেও সম্পৃক্ত করে কমিটির কলেবর বৃদ্ধি করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে সকলেই নৈশভোজে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে আজিজুর রহমান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফফার, ডঃ হূমায়ূন কবির, ডঃ এ এম এম তোহা সহ উপস্থিত ছিলেন জামালউদ্দিন নুনু, প্রকৌশলী নওশের আলী, শেখ জসিম উদ্দিন, রাধিকা রঞ্জন চৌধুরী, রিংকু সোম, এস বি এম আব্দুল হামিদ, কবিরুল ইসলাম, আতোয়ার রহমান, মোঃ বাবুল পারভেজ, রোকন চৌধুরী, এডভোকেট কুতুবুদ্দিন, হেলাল উদ্দিন, খালেদ শামীম, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা রহমান খান পান্নু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফারোখ আহমেদ, মোঃ শরীফ আলী খান, এডভোকেট শহিদুল্লাহ, মোহাম্মদ আমিরুল ইসলাম, ফারুক চৌধুরী, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম তুহিন, রেজাউল কবির, মাসুদ মশিউর রহমান পাপ্পু, সাঞ্জিদা বাবলী, এ টি এম সাইদুজ্জামান, শায়লা আহমেদ, সায়েলা ইসলাম শ্রাবনী, ডি এম সোহাগ, আব্দুল কাইয়ুম, মোঃ জাহিদুর রহমান, মোঃ মানিক, কায়েস খান প্রমুখ।

RELATED ARTICLES

টরন্টোর বাংলা পাড়ায় নতুন আঙ্গিকে পদ্মা রেষ্টুরেন্ট উদ্বোধন করলেন এমপিপি ডলি বেগম

হেলাল সরকার : গত সপ্তাহে টরন্টো বাংলা পাড়ায় (ড্যানফোর্থ) এ নতুন আঙ্গিকে পদ্মা রেষ্টুরেন্ট উদ্বোধন করলেন এমপিপি ডলি বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পেরে...

কানাডায় ১৭তম বার্ষিক তামিল হেরিটেজ মাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম

হেলাল সরকার : কানাডায় ১৭তম বার্ষিক তামিল হেরিটেজ মাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম বলেন, তামিল কানাডিয়ান সেন্টার ফর সিভিক অ্যাকশন এবং তামিল...

কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

অনলাইন ডেস্ক : কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

অনলাইন ডেস্ক : কয়েক দিনের টানা অস্থিরতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের পক্ষে বড়...

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত...

Recent Comments

Exit mobile version