নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা এর উদ্যোগে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর, শনিবার, টরন্টোর ৩০৯৮ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের প্রথম সহ-সভাপতি এস বি এ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় এলামনাই সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহান বিজয়ের নানা দিক তুলে ধরেন এবং এই বিজয়ের পেছনে থাকা দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তব্য পর্বের এক পর্যায়ে যুক্তরাজ্যে অবস্থানরত সংগঠনের সভাপতি ড. মো. হুমায়ুন কবির ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বক্তারা উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের মহান বিজয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এম এম তোহা, মাহবুব কামাল, আফিফা খান, মুশফিকুর রহমান আকন্দ, মাহতাব উদ্দিন শাওন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন ও শেখ জসিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোশারফ হোসেন, আজিজুর রহমান প্রিন্স, অ্যাডভোকেট শহীদুল্লাহ এবং মো. হাসান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আতোয়ার রহমান ও মাহমুদ হাসান খোকন।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে সকলে একসঙ্গে নৈশভোজে অংশ নেন।