অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দুই যাত্রিবাহী বিমান। স্থানীয় সময় বুধবার রাতে একটি বিমানের পেটে গিয়ে ধাক্কা মারে অন্য একটি বিমান।
সংঘর্ষে দু’টি বিমানেই ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন এক বিমানকর্মীও। তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর সংবাদ সংস্থা এপির।
দু’টিই ছিল ডেল্টা এয়ালাইন্সের বিমান। একটি বিমান নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রোয়ানোকের উদ্দেশে উড়ানের জন্য প্রস্তত হচ্ছিল।
অপর বিমানটি উত্তর ক্যারোলিনার শার্লট থেকে সবে লাগার্ডিয়ায় এসে পৌঁছেছিল। সেই সময়েই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দু’টি বিমানের ধাক্কা লাগে। ভার্জিনিয়াগামী বিমানের ডানা ধাক্কা মারে অপর বিমানের পেটে।
যদিও সেই সময় দু’টি বিমানেরই গতি কম ছিল। ফলে বড়সড় কোনও বিপত্তি ঘটেনি। ডেল্টার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় এক জন বিমানকর্মী আহত হয়েছেন।
তবে তার চোট গুরুতর নয়। ওই বিমানকর্মীকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি বলেই জানিয়েছে উড়ান সংস্থা। দুর্ঘটনার জেরে বিমানবন্দরের অন্য পরিষেবার উপরেও কোনও প্রভাব পড়েনি বলে বিবৃতিতে জানিয়েছে ডেল্টা উড়ান সংস্থা।
লাগার্ডিয়া বিমানবন্দরে ওই দুই বিমানের সংঘর্ষের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, দু’টি বিমানের মধ্যে একটি তুলনামূলক ছোট মাপের বিমান।
সেটির নাকের অংশ এবং ককপিটের কাঁচ ভেঙে গিয়েছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে বড় বিমানটির ডানার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে বিমান সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

