অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যিক চাপের প্রতিক্রিয়ায় কানাডার অর্থনীতিকে টেকসই ও স্বনির্ভর করতে বিলিয়ন ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত ৫ই সেপ্টেম্বর, শুক্রবার অন্টারিওর মিসিসাগায় এক অনুষ্ঠানে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
কার্নি বলেন, “আমাদের ইতিহাস বলছে— চ্যালেঞ্জকে আমরা সবসময় সুযোগে পরিণত করেছি। এখন নতুন পরিবর্তনের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেই দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা বহন করতে হবে।”
ঘোষিত প্যাকেজে প্রায় ৫০ হাজার কর্মী একটি নতুন “রি-স্কিলিং প্যাকেজ”-এর আওতায় প্রশিক্ষণ পাবেন। নতুন কর্মসংস্থান বীমা (ইআই) দাবিদারদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি-ম্যাচিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি নতুন “স্কিলস-টু-জব” প্ল্যাটফর্ম চালু করা হবে।
দীর্ঘদিন কাজ করা কর্মীদের জন্য ইআই সুবিধা ৪৫ সপ্তাহ থেকে বাড়িয়ে ৬৫ সপ্তাহ করা হয়েছে। পাশাপাশি সাত লাখ পর্যন্ত কর্মীর জন্য এক সপ্তাহের অপেক্ষার সময়সীমা মওকুফ করা হয়েছে।
ব্যবসায়ীদের জন্য ঋণ ও তহবিল
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজার খুঁজতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা দিতে ৫ বিলিয়ন ডলারের “স্ট্র্যাটেজিক রেসপন্স ফান্ড” গঠন করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য ব্যবসা উন্নয়ন ব্যাংক অব কানাডার ঋণের সীমা ২ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ মিলিয়ন ডলার করা হয়েছে। বড় প্রতিষ্ঠানের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে।
আঞ্চলিক ট্যারিফ রেসপন্স ইনিশিয়েটিভের তহবিলও ৪৫০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ বিলিয়ন ডলার করা হয়েছে।
‘কানাডিয়ান কিনুন’ নীতি
কার্নি বলেন, “বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করে আমরা অল্প মেয়াদি সুবিধা পেয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতি করেছি। এখন কানাডিয়ান ট্যাক্সদাতার অর্থ দিয়ে কানাডিয়ান ব্যবসাকে এগিয়ে নিতে হবে।”
এখন থেকে সরকার ও ক্রাউন করপোরেশনগুলো প্রতিটি সরকারি ক্রয়ে কানাডিয়ান পণ্য ও সেবা বাধ্যতামূলকভাবে ব্যবহার করবে। আগে যেখানে “সর্বোত্তম চেষ্টা” নীতি ছিল, এবার তা বাধ্যতামূলক করা হলো।
কৃষি ও সামুদ্রিক খাতে প্রণোদনা
চীনের শুল্কে ক্ষতিগ্রস্ত ক্যানোলা, গরুর মাংস ও সামুদ্রিক খাতকে সহায়তা দিতে ৩৭০ মিলিয়ন ডলারের বায়োফুয়েল উৎপাদন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরিষ্কার জ্বালানি নীতিতে পরিবর্তন আনা হবে যাতে দেশীয় বায়োফুয়েল শিল্প শক্তিশালী হয়।
এ ছাড়া কৃষি ও সামুদ্রিক পণ্যকে নতুন বাজারে পৌঁছে দিতে বিপণন ও বাণিজ্য উদ্যোগ নেওয়া হবে।
বৈদ্যুতিক গাড়ির নীতিতে ছাড়
অটোমোবাইল শিল্পের দাবির মুখে ২০২৬ সালের জন্য বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাধ্যতামূলক কোটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নীতি নিয়ে ৬০ দিনের পুনর্বিবেচনা শুরু হয়েছে।
বর্তমান নীতিমালায় বলা হয়েছে— আগামী বছরে ২০ শতাংশ, ২০৩০ সালে ৬০ শতাংশ এবং ২০৩৫ সালে ১০০ শতাংশ শূন্য-নির্গমন গাড়ি বিক্রি করতে হবে।
এ দিকে, কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রে এ পরিকল্পনাকে “একটি বড় প্রদর্শনী কিন্তু প্রকৃত কোনো কাজ নয়” বলে মন্তব্য করেছেন। অটোয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “মার্ক কার্নির সময়টা কাগজপত্র ঘাঁটাঘাঁটি আর বৈঠকেই কেটেছে। এদিকে কানাডিয়ানরা চাকরি হারাচ্ছে, খাবার কিনতে পারছে না, বাড়ি কিনতে অক্ষম।”
তিনি অভিযোগ করেন, কার্নি ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়েছেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে। অন্যদিকে কার্নির দাবি, এই প্যাকেজই কানাডাকে “অনিশ্চয়তা থেকে সমৃদ্ধির পথে” নিয়ে যাবে। সূত্র : সিবিসি
