Home কানাডা ট্রাম্পের শুল্ক মোকাবেলায় বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা কার্নির

ট্রাম্পের শুল্ক মোকাবেলায় বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা কার্নির

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যিক চাপের প্রতিক্রিয়ায় কানাডার অর্থনীতিকে টেকসই ও স্বনির্ভর করতে বিলিয়ন ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত ৫ই সেপ্টেম্বর, শুক্রবার অন্টারিওর মিসিসাগায় এক অনুষ্ঠানে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কার্নি বলেন, “আমাদের ইতিহাস বলছে— চ্যালেঞ্জকে আমরা সবসময় সুযোগে পরিণত করেছি। এখন নতুন পরিবর্তনের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেই দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা বহন করতে হবে।”

ঘোষিত প্যাকেজে প্রায় ৫০ হাজার কর্মী একটি নতুন “রি-স্কিলিং প্যাকেজ”-এর আওতায় প্রশিক্ষণ পাবেন। নতুন কর্মসংস্থান বীমা (ইআই) দাবিদারদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি-ম্যাচিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি নতুন “স্কিলস-টু-জব” প্ল্যাটফর্ম চালু করা হবে।

দীর্ঘদিন কাজ করা কর্মীদের জন্য ইআই সুবিধা ৪৫ সপ্তাহ থেকে বাড়িয়ে ৬৫ সপ্তাহ করা হয়েছে। পাশাপাশি সাত লাখ পর্যন্ত কর্মীর জন্য এক সপ্তাহের অপেক্ষার সময়সীমা মওকুফ করা হয়েছে।

ব্যবসায়ীদের জন্য ঋণ ও তহবিল
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজার খুঁজতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা দিতে ৫ বিলিয়ন ডলারের “স্ট্র্যাটেজিক রেসপন্স ফান্ড” গঠন করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য ব্যবসা উন্নয়ন ব্যাংক অব কানাডার ঋণের সীমা ২ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ মিলিয়ন ডলার করা হয়েছে। বড় প্রতিষ্ঠানের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে।

আঞ্চলিক ট্যারিফ রেসপন্স ইনিশিয়েটিভের তহবিলও ৪৫০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ বিলিয়ন ডলার করা হয়েছে।

‘কানাডিয়ান কিনুন’ নীতি
কার্নি বলেন, “বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করে আমরা অল্প মেয়াদি সুবিধা পেয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতি করেছি। এখন কানাডিয়ান ট্যাক্সদাতার অর্থ দিয়ে কানাডিয়ান ব্যবসাকে এগিয়ে নিতে হবে।”

এখন থেকে সরকার ও ক্রাউন করপোরেশনগুলো প্রতিটি সরকারি ক্রয়ে কানাডিয়ান পণ্য ও সেবা বাধ্যতামূলকভাবে ব্যবহার করবে। আগে যেখানে “সর্বোত্তম চেষ্টা” নীতি ছিল, এবার তা বাধ্যতামূলক করা হলো।

কৃষি ও সামুদ্রিক খাতে প্রণোদনা
চীনের শুল্কে ক্ষতিগ্রস্ত ক্যানোলা, গরুর মাংস ও সামুদ্রিক খাতকে সহায়তা দিতে ৩৭০ মিলিয়ন ডলারের বায়োফুয়েল উৎপাদন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরিষ্কার জ্বালানি নীতিতে পরিবর্তন আনা হবে যাতে দেশীয় বায়োফুয়েল শিল্প শক্তিশালী হয়।

এ ছাড়া কৃষি ও সামুদ্রিক পণ্যকে নতুন বাজারে পৌঁছে দিতে বিপণন ও বাণিজ্য উদ্যোগ নেওয়া হবে।

বৈদ্যুতিক গাড়ির নীতিতে ছাড়
অটোমোবাইল শিল্পের দাবির মুখে ২০২৬ সালের জন্য বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাধ্যতামূলক কোটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নীতি নিয়ে ৬০ দিনের পুনর্বিবেচনা শুরু হয়েছে।

বর্তমান নীতিমালায় বলা হয়েছে— আগামী বছরে ২০ শতাংশ, ২০৩০ সালে ৬০ শতাংশ এবং ২০৩৫ সালে ১০০ শতাংশ শূন্য-নির্গমন গাড়ি বিক্রি করতে হবে।

এ দিকে, কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রে এ পরিকল্পনাকে “একটি বড় প্রদর্শনী কিন্তু প্রকৃত কোনো কাজ নয়” বলে মন্তব্য করেছেন। অটোয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “মার্ক কার্নির সময়টা কাগজপত্র ঘাঁটাঘাঁটি আর বৈঠকেই কেটেছে। এদিকে কানাডিয়ানরা চাকরি হারাচ্ছে, খাবার কিনতে পারছে না, বাড়ি কিনতে অক্ষম।”

তিনি অভিযোগ করেন, কার্নি ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়েছেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে। অন্যদিকে কার্নির দাবি, এই প্যাকেজই কানাডাকে “অনিশ্চয়তা থেকে সমৃদ্ধির পথে” নিয়ে যাবে। সূত্র : সিবিসি

RELATED ARTICLES

কানাডায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক : কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা...

কেটি পেরির সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক : পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের খবর এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই; এবার অনেকটা আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত...

কানাডায় জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো এর বিজয় উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

হেলাল সরকার : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো’র উদ্যোগে ‘বিজয় উৎসব’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় উৎসবে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হিজাববিহীন নারীদের দৌড়ে অংশগ্রহণ, ইরানে দুই আয়োজক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ইরানে দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়া নারীরা অংশ নেওয়ায় দুই ম্যারাথন আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার কিশ দ্বীপে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার অনলাইনে...

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র...

জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির, তোলপাড় নেটমাধ্যম

বিনোদন ডেস্ক : প্রেমের গুঞ্জন তো ছিলই, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি- রাজনীতি আর বিনোদন...

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন...

Recent Comments

Exit mobile version