প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী অফিসে অন্তর্ঘাতমূলক হামলা ও অগ্নিসংযোগকারী গোষ্ঠীকে আইনের আওতায় আনার দাবি
অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণাকারী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ, পিডিআই কানাডা। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস ও সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে বলেন, প্রকাশ্য দিবালোকে ঘাতকেরা গুলিখত্যা করেছে শরিফ ওসমান হাদিকে।
পিডিআই নেতৃবৃন্দ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘাতক, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষকসহ সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। শরিফ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।
বিবৃতিতে পিডিআই নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডকে গোষ্ঠীস্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত থেকে গতকাল রাত থেকে দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়, ছায়ানট, উদীচী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে। চরম নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। অকুস্থলে ছুটে যাওয়া পতিত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রতিবাদী কণ্ঠ সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের উপরে হামলা চালানো হয়েছে। ওসমান হাদির প্রতি মানুষের আবেগকে পুঁজি করে এই স্বার্থান্বেষী গোষ্ঠী অন্তর্ঘাতমূলক সন্ত্রাসকে এখনো উসকে চলেছে। সরকার চরমভাবে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকারকে কঠোরভাবে আইনশৃংখলা রক্ষা করতে হবে।
পিডিআই নেতৃবৃন্দ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সকল চক্রান্ত ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশে বিদেধে সকল দেশপ্রেমিক শক্তিকে নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

