অনলাইন ডেস্ক : গত ১২ অক্টোবর, রবিবার টরন্টোতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী একক কবিতা সন্ধ্যা। টরন্টোর অতি পরিচিত সাংস্কৃতিকমুখ হিমাদ্রী রয়ের পরিবেশনায় এই একক কবিতা সন্ধ্যা দর্শকদের গভীরভাবে মুগ্ধ ও বিস্মিত করে।
কবিতাকে হিমাদ্রী ধারণ ও লালন করেন। কবিতার সাথে তাঁর বসবাস অনেকদিনের। কবিতা যে মানুষকে নির্মল ও পবিত্র করে, সেই সাথে জীবনবোধ জাগ্রত করে এমন এক প্রবল অনুভ‚তি উপস্থিত সকলের মাঝে সঞ্চারিত করতে সমর্থ হন আবৃত্তি শিল্পী হিমাদ্রী রয়। প্রায় দুই ঘন্টার একক আবৃত্তিতে তিনি বাংলা সাহিত্যের প্রথিথযশা কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন। তিনি সকল কবিতা আবৃত্তি করেন নিজের স্মৃতি থেকে।
আরিয়েন হকের উপস্থাপনায় আবৃত্তি অনুষ্ঠানের আবহ সঙ্গীতে অংশ নেন রুপতনু শর্মা। সেই সাথে অনুষ্ঠানে মাসুম রহমানের মঞ্চসজ্জায় ছিল এক কাব্যিক ছোঁয়া।
হিমাদ্রীর একক কবিতা সন্ধ্যার একক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, এই অনুষ্ঠান থেকে উপার্জিত সকল অর্থ স্পেশাল শিশুদের বিকাশের জন্য জেনেভা সেন্টার ফর অটিজম এ দান করা হবে।
প্রাণঢালা অভিবাদন ও ধন্যবাদ মানবিক মানুষ হিমাদ্রী রয়।

