অনলাইন ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৮০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও অনৈতিক কাজের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১৭ হাজার ৮৮০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (২০ ডিসেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
ডিসেম্বর ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৮০১ জন সীমান্ত আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৬৬১ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২০ হাজারের বেশি ব্যক্তিকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৮০ জনের প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অভিযানের সময় এক হাজার ৫০৯ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজের সুযোগ দেয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের সহায়তায় জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
