অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বার্ষিক প্রতিরক্ষা ব্যয় হিসেবে রেকর্ড ৯০১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়ে বিস্তৃত একটি প্রতিরক্ষা নীতি বিল পাস করেছে।
৩১২ জন আইনপ্রণেতা বুধবার অনুষ্ঠিত ভোটে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) পাসের পক্ষে ভোট দেন, আর ১১২ জন বিরোধিতা করেন। বিলটি এখন সিনেটে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৬ অর্থবছরের জন্য ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় এ বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অনুরোধের তুলনায় ৮ বিলিয়ন ডলার বেশি।
তিন হাজার ৮৬ পৃষ্ঠার রবিবার প্রকাশিত এই ব্যাপক বিলটিতে প্রতিরক্ষা আধুনিকায়ন ও ক্রয়সংক্রান্ত বহু বিধান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার মোকাবিলায় সহায়ক হবে। এতে মার্কিন সেনাদের জীবনযাত্রার মানোন্নয়নের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় চার শতাংশ বেতন বৃদ্ধি এবং সামরিক ঘাঁটিতে আবাসনের উন্নয়ন।
আইনপ্রণেতারা রাশিয়ার আগ্রাসনের মুখে ইউরোপের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরালো করতে বেশ কয়েকটি বিধান অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে পরবর্তী দুই বছরে প্রতিবছর ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা, যাতে তারা রুশ আগ্রাসন প্রতিহত করতে পারে।
আরেকটি বিধানে বলা হয়েছে, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ না করে পেন্টাগনকে ইউরোপে অন্তত ৭৬ হাজার সেনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা বাধ্যতামূলক করা হবে।
তবে এ বছরের বিলটিতে ট্রাম্পের অপছন্দের বেশ কিছু কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি বিষয়ক উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনকেন্দ্রিক কর্মসূচির জন্য বরাদ্দ প্রায় ১.৬ বিলিয়ন ডলার।
এখন আইনটি সিনেটে যাবে, যেখানে নেতারা ছুটির আগে বিলটি পাস করানোর লক্ষ্য নিয়েছেন।
এরপর বিলটি হোয়াইট হাউসে পৌঁছলে প্রেসিডেন্ট ট্রাম্প এটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন।
