অনলাইন ডেস্ক : চলতি বছরে ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের অর্থনীতির বড় একটা অংশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। সেই ধাক্কা সামলে না উঠতেই এবার ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলো ল্যাটিন আমেরিকার দেশ মোক্সিকো। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত থেকে মেক্সিকোতে গাড়ি রফতানি খাত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকো ভারতে তৈরি গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, খেলনা, পোশাক, বস্ত্র, প্লাস্টিক, আসবাবপত্র, চটি-জুতো, চামড়ার জিনিস, কাগজ, কাচ, সাবান, কার্ডবোর্ড, পারফিউম ও প্রসাধনীর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরকার গত বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নিজ দেশের চাকরি ও উৎপাদনকে সুরক্ষা দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ও মেক্সিকোর মধ্যে ২০২৩-২৪ সালে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৮৪০ কোটি ডলার, যার বড় অংশই এসেছিল গাড়ি রফতানি থেকে। ভারত থেকে মারুতি-সুজুকি, ফক্সভাগেন, নিসান ও হুন্দাইয়ের মতো গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মেক্সিকোতে গাড়ি রফতনি করে। দেশটির এ সিদ্ধান্তের ফলে এসব কোম্পানির প্রায় ১০০ কোটি ডলার বড় কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) নামের একটি শিল্পগোষ্ঠী মেক্সিকোর ওপর চাপ তৈরি করতে গত নভেম্বরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। তারা চেয়েছিল, ভারত থেকে রফতনি করা গাড়িতে শুল্ক ‘আগের অবস্থায় রাখতে’ যেন মেক্সিকো সরকারকে চাপ দেওয়া হয়।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা এসআইএএমের চিঠিতে বলা হয়েছে, ‘প্রস্তাবিত শুল্ক বৃদ্ধির ফলে মেক্সিকোতে ভারতীয় গাড়ি রফতানির ওপর সরাসরি প্রভাব পড়বে। আমরা ভারত সরকারের সমর্থন চাইছি যেন তারা মেক্সিকো সরকারের সঙ্গে আলোচনা করে।’
এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, এসআইএএম এবং মেক্সিকো সরকার রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
প্রসঙ্গত, কম খরচে গাড়ি প্রস্তুতের জন্য চীনের বিকল্প হিসেবে ভারতকে তুলে ধরতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোর উচ্চ শুল্ক বৃদ্ধির কারণে তার এ পরিকল্পনা আরও কঠিন হয়ে পড়তে পারে।
এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরমধ্যেই সম্প্রতি ভারতের কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
সূত্র: রয়টার্স
