হেলাল সরকার : কানাডার একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন কানাডার টরন্টোর স্কারবোরো – ডনমিল এলাকার এমপি পাকিস্তানী কানাডিয়ান সালমা জাহিদ। এ দলে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির আরেক এমপি সামির জুবেরী ও বিরোধী দল কনজারভেটিভ পার্টির সিনেটর সালমা আতাউল্লাহজানও রয়েছেন।
জানা গেছে, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁদের।

