অনলাইন ডেস্ক : কানাডায় ঘর সংস্কারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানোর কর্মসূচি ফের চালুর ঘোষণা দিয়েছে অটোয়া। তবে আগের কর্মসূচির তুলনায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারদের ওপর, যারা খরচের কারণে এ ধরনের উদ্যোগ নিতে পারছিলেন না।
নতুন নাম ও নতুন লক্ষ্য
আগে এটি পরিচিত ছিল Greener Homes Grant নামে। এবার এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে Canada Greener Homes Affordability Program (CGHAP)। নতুন কর্মসূচিকে বলা হচ্ছেÑ “একটি উদ্যোগ যা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে কোনো প্রকার খরচ ছাড়াই ঘর সংস্কারের সুযোগ দেবে, যার মাধ্যমে তারা বিদ্যুৎ বিল কমাতে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে পারবে।”
কিভাবে কাজ করবে?
এই প্রোগ্রামে ‘ডাইরেক্ট-ইনস্টল’ পদ্ধতি ব্যবহার করা হবে। অর্থাৎ বাছাইকৃত সংস্থাগুলো সরাসরি সব ধরনের পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম পরিচালনা করবে এবং খরচ বহন করবে।
যোগ্যতার তালিকায় রয়েছে
ইনসুলেশন, এয়ার সিলিং, হিট পাম্প, সোলার প্যানেল (তবে সব প্রদেশে নয়), জানালা ও দরজার পরিবর্তন, দায়িত্বে প্রদেশ ও টেরিটরি। আগে এই প্রকল্প পরিচালনা করত ফেডারেল বিভাগ Natural Resources Canada। কিন্তু এবার প্রোগ্রামটি সরাসরি পরিচালনা করবে প্রদেশ ও টেরিটরি কর্তৃপক্ষ।
শুক্রবার অটোয়া জানিয়েছে, ম্যানিটোবায় এই প্রোগ্রাম বাস্তবায়ন করবে ক্রাউন কর্পোরেশন Efficiency Manitoba। ফেডারেল সরকার এখানকার জন্য ২০৩০ সাল পর্যন্ত ২৯.৮ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে, আর সমপরিমাণ অর্থ যোগ করছে প্রাদেশিক সরকার।
Efficiency Manitoba জানিয়েছে, আপাতত শুধুমাত্র ইনসুলেশন, এয়ার সিলিং এবং হিট পাম্প এই প্রোগ্রামের আওতায় থাকবে। তবে সোলার প্যানেল ম্যানিটোবায় অন্তর্ভুক্ত হয়নি। এ ছাড়া প্রাকৃতিক গ্যাসভিত্তিক হিটিং সিস্টেম এ প্রোগ্রামে যোগ্য নয়, যদিও প্রাদেশিক অন্যান্য উদ্যোগে আলাদা সুবিধা পাওয়া যাবে।
কেন্দ্র ও প্রদেশের অভিন্ন বার্তা
ফেডারেল এনার্জি ও ন্যাচারাল রিসোর্সেস মন্ত্রী টিম হজসন বলেছেন: “আমরা বারবার দেখেছি, স্থানীয় পর্যায়ে পরিচালনাই মানুষকে এসব কর্মসূচিতে অংশগ্রহণে সবচেয়ে বেশি সহায়তা করে। তাই দেশব্যাপী এটি বিস্তৃত করার সময় আমরা প্রাদেশিক ও টেরিটরিয়াল অংশীদারদের সঙ্গেই কাজ করব।”
ম্যানিটোবার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাইক মোয়েস বলেন, এ কর্মসূচি প্রদেশের বিদ্যুৎ বিল কমানো ও কার্বন নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নেবে। তিনি জানান, প্রদেশটির বিদ্যুৎ গ্রিড দেশের মধ্যে অন্যতম পরিষ্কার- ৯৯ শতাংশের বেশি বিদ্যুৎ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে।
অতীতের অভিজ্ঞতা
আগের Greener Homes Grant কর্মসূচি ২০২১ সালে চালু হয়। এতে গৃহমালিকেরা সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত অর্থ পেতেন ঘর সংস্কারের জন্য এবং ৬০০ ডলার পর্যন্ত খরচ মিলত এনার্জি অডিটে। তবে সেই অর্থ আগে খরচ করতে হতো এবং পরে ফেরত দেওয়া হতো।
২.৬ বিলিয়ন ডলারের এই কর্মসূচি ২০২৭ সাল পর্যন্ত চলার কথা থাকলেও তহবিল ফুরিয়ে যাওয়ায় ২০২৪ সালের শুরুতে তা বন্ধ হয়ে যায়। এতে অসন্তুষ্টি প্রকাশ করে অনেক গৃহমালিক ও রেট্রোফিট শিল্প খাত।
জলবায়ু লক্ষ্যমাত্রা
কানাডায় ভবন খাত ২০২৩ সালে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ১৩ শতাংশ বা ৮৩ মেগাটন অবদান রেখেছে। দেশটি প্রতিশ্রুতি দিয়েছে- ২০৩০ সালের মধ্যে ভবন খাত থেকে নিঃসরণ ৩৭ শতাংশ কমানো হবে। ২০৫০ সালের মধ্যে নিট-শূন্য নিঃসরণ অর্জন করা হবে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও পরিবেশমন্ত্রী জুলি ডাবরুসিন জানিয়েছেন, তারা ২০৩০ ও ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছেন এবং শিগগিরই নতুন নিঃসরণ হ্রাস পরিকল্পনা প্রকাশ করবেন। সূত্র : সিবিসি নিউজ

