অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি ব্যস্ত বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজার প্রদেশের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে একদল সশস্ত্র হামলাকারী বাজার এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।
হামলাকারীরা শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি। তারা বাজারের একাধিক দোকানে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। তিনি রয়টার্সকে আরও বলেন, হামলার সময় কয়েকজন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
হামলায় আহত দাউদা সাকুল্লে নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সন্ত্রাসীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। তিনি অভিযোগ করেন, হামলার সময় মার্কেটে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। হামলার পর স্থানীয়রা এখনও বাজার এলাকায় লাশ খুঁজে চলেছেন।
এদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপহৃতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে বন ও জঙ্গলঘেঁষা অঞ্চলে, কঠোর নিরাপত্তা অভিযান জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়।
উল্লেখ্য, এই ঘটনার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় অপহৃত শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
তথ্যসূত্র : রয়টার্স

