Thursday, January 15, 2026
Thursday, January 15, 2026
Home খেলাধুলা একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচে দুটি ট্রফি অপেক্ষা করছিল লিওনেল মেসিদের জন্য। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতে প্রথমটি বাগিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। বড় জয়ে তারা এমএলএস কাপের ফাইনালে উঠেছে। ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

আজ (রোববার) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দিয়েছে মায়ামি। যেখানে উভয় দলই প্রায় সমান তালে লড়েছে। তবে একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন।

দীর্ঘ সময় আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে খেলছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। বার্সেলোনার পর মায়ামিতেও তারা ড্রেসিংরুম শেয়ার করেছেন। তবে সেই অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। মৌসুমের মাঝেই পেশাদার ফুটবলে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন সাবেক দুই স্প্যানিশ তারকা বুসকেটস-আলবা। এমএলএস কাপের ফাইনালই হবে তাদের সঙ্গে মেসি-সুয়ারেজদের শেষ ম্যাচ। যেখানে মায়ামির প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সানদিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচে বিজয় দল।

মেসির সেট পিসে আলবা শুরুতেই মায়ামিকে এগিয়ে দিতে পারতেন। তবে তার হেড পরাস্ত হয় নিউইয়র্ক গোলরক্ষকের সামনে। খানিক বাদেই ১৪ মিনিটে মায়ামি ব্রেকথ্রু পায় আলেন্দের কাছ থেকে। বক্সে পাস পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি এই আর্জেন্টাইন। আট মিনিট বাদে ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান দ্বিগুণ করে। আলবা প্রতিপক্ষের বক্সে দারুণ এক ক্রস বাড়ান আলেন্দেকে, হালকা লাফিয়ে সেটিকে নিজের নিজের দ্বিতীয় গোলে পরিণত করেন এই স্ট্রাইকার। ৩৭ মিনিটে সেট পিস থেকে হেড দিয়ে জাস্টিন হাক নিউইয়র্কের পক্ষে ব্যবধান কমান।

বিরতির পর আরও আগ্রাসী রূপ ধারণ করে মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেট্টি। এটি আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিল পাসে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। আর তাতে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় মায়ামির। একইসঙ্গে তারা এমএলএস কাপের ফাইনালে পা রাখল।

এবারের মৌসুমে মায়ামি এমএলএসের যত ওপরে উঠছে ততই তাদের নতুন ইতিহাস রচিত হচ্ছে। মেসির আগমনের পর থেকেই ২০২৩ সাল থেকে নিজেদের এই স্বপ্নযাত্রা শুরু করে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। এর আগের পাঁচ মৌসুমে খেললেও মায়ামি কখনোই এতদূর আসতে পারেনি। মেসি যোগ দেওয়ার পরই ২০২৩ সালে লিগস কাপ এবং পরের বছর এমএলএসের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট বাগিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি।

RELATED ARTICLES

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি...

ব্রাহিমের রেকর্ড, ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক মরক্কো। ঘরের মাঠে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনালের টিকিট...

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার শুরুটা করেছিলেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি...

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে হুমকি দিয়েছে ইরান। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যাচেষ্টার ভিডিও ক্লিপ সম্প্রচার করে বুধবার ইরানের...

ভেনেজুয়েলার লুট করা তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ ও দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি...

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

Recent Comments