অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে শাটডাউন চলায় শুক্রবার বিভিন্ন বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের অনুপস্থিতির কারণে এই অবস্থা তৈরি হয়েছে।
এর আগে ৪০টি বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা ১০ শতাংশ কমানোর ঘোষণা দেন দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি। এই ঘোষণা স্থানীয় সময় শুক্রবার থেকে কার্যকর হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্লাইট বিঘ্নিত হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে আছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো, ডেনভার ও হিউস্টন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবারের জন্য নির্ধারিত ৮০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর ফ্লাইট চলাচল বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম জানিয়েছে, বাতিলের সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের তিন শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারিদের মধ্যে কেউ বেতন ছাড়া আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে আছেন। এসব কর্মচারিদের মধ্যে ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্তরা যেমন আছেন তেমনি আছেন সরকারি পার্কের তত্ত্বাবধায়ক।
২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউনে (৩৫ দিন) বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। তখন অনেক কর্মী বেতন ছাড়া কাজ করতে অস্বীকৃতি জানান। কর্মচারিদের অনুপস্থিতিতে ফ্লাইটের সূচি বিপর্যয় ঘটে। এবারের শাটডাউন সেবারের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে।
ফ্লাইট পরিচালনার হার কমানোর সমালোচনার জবাবে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এটা কোনো রাজনীতি নয়। বরং তথ্য বিশ্লেষণ করে ফ্লাইট চলাচলে নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
ফেডারেল শাটডাউনের কারণে এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাবিত বিমানবন্দরগুলোর মধ্যে আছে শিকাগোর ও’হেয়ার, আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন, ডেনভার ও ডালাস-ফোর্ট ওর্থ। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিদিন প্রায় ২২০টি ফ্লাইট বাতিল করতে হচ্ছে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার তারা নির্ধারিত প্রায় ১৭০টি ফ্লাইট বাতিল করেছে। একইদিন সাউথওয়েস্ট এয়ারলাইনস বাতিল করেছে ১০০টি ফ্লাইট।
ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৮০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল হয় ২০০টির মতো। এ কারণে নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়।

