অনলাইন ডেস্ক : সরকারি অর্থে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল বিমান কিনে পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ডেমোক্রেটিক এমপিরা নোয়েমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
মূলত গত শনিবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় নোয়েম এবং মন্ত্রণালয়ের অনান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি ১৭২ মিলিয়ন ডলার মূল্যের দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি৭০০ জেট বিমান কিনেছে।
এ প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান সিনেটর চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।
ভিডিওবার্তায় শুমার বলেন, ‘সরকারি জবাবদিহিতা দফতরের (জিএও)- মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।’
তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি- এমন একটি সময় আমরা পার করছি, যখন মার্কিনিরা খাবার ও গৃহস্থালি সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুণছে, গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, বিদ্যুতের বিল ক্রমশ বাড়ছে… সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম ভাবছেন, এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য “সবচেয়ে প্রশস্ত কেবিন” থাকার জন্য পরিচিত দুটি বিলাসবহুল জেট কেনা সবচেয়ে উত্তম সময়।’
এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তাদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এই বিমান দু’টি কেনা হয়েছে। তবে এ ব্যাখ্যা প্রত্যাখান করেছেন শুমার।
পৃথকভাবে, হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির র্যাঙ্কিং সদস্য রোজা ডেলাউরো এবং হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির র্যাঙ্কিং সদস্য রিপ্রেজেন্টেটিভ লরেন আন্ডারউড শনিবার নোয়েমের কাছ থেকে বিমান ক্রয় সম্পর্কে আরও তথ্যের জন্য অনুরোধ করেছেন।
সূত্র: আনাদোলু

