বিনোদন ডেস্ক : নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষে হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খেলাতে ভারত জয় লাভ করলেও শিরোপা গ্রহণ করেনি দলটি। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক কোটি টাকার চেক ছুড়ে ফেলার ঘটনা উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট মহলে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারতের শোবিজ অঙ্গনেও।
রোববার রাতে খেলা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে খোঁচা দিয়ে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন লেখেন, “জিতে গেলাম! ভালো খেলেছে ‘অভিষেক বচ্চন’। ওদিকে ওরা কথায় পিছল (নাম ভুল বলা প্রসঙ্গে) খেল। আর এদিকে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিছু না করেও, প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল! একেবারে চুপ হয়ে গেল তারা। জয় হিন্দ! জয় ভারত।”
ফাইনাল ম্যাচের দুইদিন আগে এক শোয়ে ভারত-পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ভারতীয় ব্যাটার ‘অভিষেক শর্মা’র পরিবর্তে ভুলবশত ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। এ সময় উপস্থিত বাকিরাও হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিও সামাজিকমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়।
শোয়েবের এমন নাম-বিভ্রান্তির পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন। শোয়েবের উদ্দেশে তিনি বলেছিলেন, “স্যার, সম্মান রেখেই বলছি…তারা সেটাও পারবে না! যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।”
ম্যাচের ট্রফি তুলে দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। কিন্তু তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে বিজয়ী হলেও মঞ্চে ওঠে না সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয়রা।

