Thursday, January 15, 2026
Thursday, January 15, 2026
Home কানাডা কানাডায় ফের চালু হচ্ছে গ্রিনার হোমস্ অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম

কানাডায় ফের চালু হচ্ছে গ্রিনার হোমস্ অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম

অনলাইন ডেস্ক : কানাডায় ঘর সংস্কারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানোর কর্মসূচি ফের চালুর ঘোষণা দিয়েছে অটোয়া। তবে আগের কর্মসূচির তুলনায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারদের ওপর, যারা খরচের কারণে এ ধরনের উদ্যোগ নিতে পারছিলেন না।

নতুন নাম ও নতুন লক্ষ্য
আগে এটি পরিচিত ছিল Greener Homes Grant নামে। এবার এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে Canada Greener Homes Affordability Program (CGHAP)। নতুন কর্মসূচিকে বলা হচ্ছেÑ “একটি উদ্যোগ যা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে কোনো প্রকার খরচ ছাড়াই ঘর সংস্কারের সুযোগ দেবে, যার মাধ্যমে তারা বিদ্যুৎ বিল কমাতে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে পারবে।”

কিভাবে কাজ করবে?
এই প্রোগ্রামে ‘ডাইরেক্ট-ইনস্টল’ পদ্ধতি ব্যবহার করা হবে। অর্থাৎ বাছাইকৃত সংস্থাগুলো সরাসরি সব ধরনের পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম পরিচালনা করবে এবং খরচ বহন করবে।

যোগ্যতার তালিকায় রয়েছে
ইনসুলেশন, এয়ার সিলিং, হিট পাম্প, সোলার প্যানেল (তবে সব প্রদেশে নয়), জানালা ও দরজার পরিবর্তন, দায়িত্বে প্রদেশ ও টেরিটরি। আগে এই প্রকল্প পরিচালনা করত ফেডারেল বিভাগ Natural Resources Canada। কিন্তু এবার প্রোগ্রামটি সরাসরি পরিচালনা করবে প্রদেশ ও টেরিটরি কর্তৃপক্ষ।

শুক্রবার অটোয়া জানিয়েছে, ম্যানিটোবায় এই প্রোগ্রাম বাস্তবায়ন করবে ক্রাউন কর্পোরেশন Efficiency Manitoba। ফেডারেল সরকার এখানকার জন্য ২০৩০ সাল পর্যন্ত ২৯.৮ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে, আর সমপরিমাণ অর্থ যোগ করছে প্রাদেশিক সরকার।

Efficiency Manitoba জানিয়েছে, আপাতত শুধুমাত্র ইনসুলেশন, এয়ার সিলিং এবং হিট পাম্প এই প্রোগ্রামের আওতায় থাকবে। তবে সোলার প্যানেল ম্যানিটোবায় অন্তর্ভুক্ত হয়নি। এ ছাড়া প্রাকৃতিক গ্যাসভিত্তিক হিটিং সিস্টেম এ প্রোগ্রামে যোগ্য নয়, যদিও প্রাদেশিক অন্যান্য উদ্যোগে আলাদা সুবিধা পাওয়া যাবে।

কেন্দ্র ও প্রদেশের অভিন্ন বার্তা
ফেডারেল এনার্জি ও ন্যাচারাল রিসোর্সেস মন্ত্রী টিম হজসন বলেছেন: “আমরা বারবার দেখেছি, স্থানীয় পর্যায়ে পরিচালনাই মানুষকে এসব কর্মসূচিতে অংশগ্রহণে সবচেয়ে বেশি সহায়তা করে। তাই দেশব্যাপী এটি বিস্তৃত করার সময় আমরা প্রাদেশিক ও টেরিটরিয়াল অংশীদারদের সঙ্গেই কাজ করব।”

ম্যানিটোবার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাইক মোয়েস বলেন, এ কর্মসূচি প্রদেশের বিদ্যুৎ বিল কমানো ও কার্বন নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নেবে। তিনি জানান, প্রদেশটির বিদ্যুৎ গ্রিড দেশের মধ্যে অন্যতম পরিষ্কার- ৯৯ শতাংশের বেশি বিদ্যুৎ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে।

অতীতের অভিজ্ঞতা
আগের Greener Homes Grant কর্মসূচি ২০২১ সালে চালু হয়। এতে গৃহমালিকেরা সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত অর্থ পেতেন ঘর সংস্কারের জন্য এবং ৬০০ ডলার পর্যন্ত খরচ মিলত এনার্জি অডিটে। তবে সেই অর্থ আগে খরচ করতে হতো এবং পরে ফেরত দেওয়া হতো।

২.৬ বিলিয়ন ডলারের এই কর্মসূচি ২০২৭ সাল পর্যন্ত চলার কথা থাকলেও তহবিল ফুরিয়ে যাওয়ায় ২০২৪ সালের শুরুতে তা বন্ধ হয়ে যায়। এতে অসন্তুষ্টি প্রকাশ করে অনেক গৃহমালিক ও রেট্রোফিট শিল্প খাত।

জলবায়ু লক্ষ্যমাত্রা
কানাডায় ভবন খাত ২০২৩ সালে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ১৩ শতাংশ বা ৮৩ মেগাটন অবদান রেখেছে। দেশটি প্রতিশ্রুতি দিয়েছে- ২০৩০ সালের মধ্যে ভবন খাত থেকে নিঃসরণ ৩৭ শতাংশ কমানো হবে। ২০৫০ সালের মধ্যে নিট-শূন্য নিঃসরণ অর্জন করা হবে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও পরিবেশমন্ত্রী জুলি ডাবরুসিন জানিয়েছেন, তারা ২০৩০ ও ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছেন এবং শিগগিরই নতুন নিঃসরণ হ্রাস পরিকল্পনা প্রকাশ করবেন। সূত্র : সিবিসি নিউজ

RELATED ARTICLES

টরন্টোর বাংলা পাড়ায় নতুন আঙ্গিকে পদ্মা রেষ্টুরেন্ট উদ্বোধন করলেন এমপিপি ডলি বেগম

হেলাল সরকার : গত সপ্তাহে টরন্টো বাংলা পাড়ায় (ড্যানফোর্থ) এ নতুন আঙ্গিকে পদ্মা রেষ্টুরেন্ট উদ্বোধন করলেন এমপিপি ডলি বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পেরে...

কানাডায় ১৭তম বার্ষিক তামিল হেরিটেজ মাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম

হেলাল সরকার : কানাডায় ১৭তম বার্ষিক তামিল হেরিটেজ মাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম বলেন, তামিল কানাডিয়ান সেন্টার ফর সিভিক অ্যাকশন এবং তামিল...

কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

অনলাইন ডেস্ক : কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

অনলাইন ডেস্ক : কয়েক দিনের টানা অস্থিরতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের পক্ষে বড়...

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত...

Recent Comments