বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পীদের নাম গিনেস বুকে ওঠার গল্প নতুন না। এবার সে তালিকায় বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল। তবে সুর দিয়ে অন্ধকার হৃদয়ে আলো জ্বালানোর কারণে না। ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে অন্ধকারাচ্ছান্ন জীবনে আলোর দিশা দেখানোয় পলকের নাম উঠেছে গিনেসে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক রত্তি বয়স থেকেই নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন পলক। রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা। সেই প্রতিষ্ঠানের উদ্যোগে এতগুলো শিশুর হৃদয়ের চিকিৎসা করিয়েছেন গায়িকা। যা তাকে এনে দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নাম।
‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু ২০১১ সালে। কিছুদিন আগে এ নিয়ে বলেছিলেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল। তবে বর্তমানে এটাই আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে উঠেছে। আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যেই আয়োজিত হয়। যাদের মা-বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম, সেসমস্ত শিশুদের কথা মাথায় রেখেই ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ খোলা।
বয়স যখন ৭-৮ তখন দুস্থ শিশুদের কষ্ট দেখে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন। তখন থেকেই নিজের শ্রম ও সময় খরচ করতে থাকেন এই কাজে। ওই সময় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। সেই থেকে শুরু। আজ এই মহৎ আন্তর্জাতিক সম্মাননা এনে দিল গায়িকাকে।
