স্বপন কুমার সিকদার : অমিত সিকদার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (অষ্ট্রেলিয়ায় রেংক ২), ব্রিজবেন, অষ্ট্রেলিয়া থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রী অর্জন করেছে। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়ার কনভোকেশন হলে বিগত ১২-ই ডিসেম্বর, ২০২৫ ইংরেজী এই ডিগ্রী প্রদান অধিবেশন অনুষ্ঠিত হয়।

অষ্ট্রেলিয়া সরকার সফলতার সাথে এই ডিগ্রী সম্পন্ন করায়, অমিত সিকদারকে অষ্ট্রেলিয়ায় হসপিটালে ডাক্তার হিসাবে কাজ করারও সুযোগ প্রদান করেছেন। অষ্ট্রেলিয়া, কানাাডা বা আমেরিকার মতো দেশে তার এই পেশাকে সন্মানজনক ও উচ্চ বেতনের একটি পেশা মনে করা হয়। বাংলাদেশের একটি ‘মাটির প্রদীপ’- এর বিদেশের মাটিতে এই স্থান করে নিতে পারা বা বিদেশে তাকে স্থান দেয়া বাংলা ভাষাভাষী বা বাংলাদেশী হিসাবে আমাদের সবার জন্য আনন্দের ও গৌরবের। যাঁরা তার শিক্ষা ও এই নিযুক্তির বিভিন্নপর্যায়ে নানাভাবে সহযোগীতা করেছেন উনাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম করুনাময় ও সকলের কাছে আমরা দোয়া/আশীর্বাদ প্রার্থী যেন সে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখে বাংলা ভাষাভাষী ও বাংলাদেশের জন্য আরও সুখ স্মৃতি সৃষ্টি করতে পারে।
* প্রকৌশলী, ইনস্টিউশন অব ইজ্ঞিনিয়ার্স, বাংলাদেশ-এর সদস্য, কোয়ালিটি এসুরেন্স এন্ড ম্যানেজমেন্টে অনার্স সহ স্নাতক (অন্টারিও), লেখক ও সমাজ হিতৈষী কর্মী।