Thursday, January 15, 2026
Thursday, January 15, 2026
Home ইন্টারন্যাশনাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক : গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় বাধা দিয়ে আটক করেছে। যার ফলে বিশ্বজুড়ে তীব্র নিন্দার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্লোটিলায় আটক ও ইসরাইলি হস্তক্ষেপের প্রতিবাদে ইস্তাম্বুল, এথেন্স, বুয়েনস আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদসহ বহু শহরে ব্যাপক বিক্ষোভ হয়। বিভিন্ন দেশের সরকার ও নেতারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক সহায়তার প্রতি নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা আরও জানায়, নেতানিয়াহুর সরকার গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এবং এই ফ্লোটিলা হামলা তার ফ্যাসিবাদী সামরিক নীতিরই অংশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসরাইলি বাহিনীর হামলাকে কাপুরুষোচিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি আটককৃতদের নিরাপদ মুক্তি ও মানবিক সহায়তার অবাধ প্রবেশের পক্ষে কথা বলেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশীয় নাগরিকদের দ্রুত মুক্তি দাবি করে বলেন, ইসরাইল শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং পুরো বিশ্বের বিবেককে উপেক্ষা করছে। তিনি ঘোষণা দেন, ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে তার সরকার আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা ওই ফ্লোটিলায় ছিলেন এবং তার মুক্তিও দাবি করেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই ফ্লোটিলা গাজার সাথে সংহতির প্রতীক।

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, কলম্বিয়া তাদের নাগরিকদের সুরক্ষায় ইসরাইলের বিরুদ্ধে আদালতে উপযুক্ত দাবি জানাবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, ইসরাইল আশ্বাস দিয়েছে যে তারা কোনো সহিংস পদক্ষেপ নেয়নি। ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গাজার প্রতি সংহতি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে তারা ফ্লোটিলা আটকের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা জোর দিয়ে বলেছে, বহরের বহনকৃত সাহায্য যেন মানবিক সংস্থার মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হয়।

গ্রীস ও আয়ারল্যান্ড যৌথ বিবৃতিতে ইসরাইলকে ফ্লোটিলা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে বলেছে।

আইরিশ রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স বলেছেন, গাজায় জরুরি সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা সৃষ্টি করছে এবং যারা এতে অংশ নিয়েছেন তাদের নিরাপত্তা একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়।

এই ফ্লোটিলা অভিযানে ইসরাইলের এমন আচরণ আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে যে, গাজার উপর দীর্ঘমেয়াদী অবরোধ, যুদ্ধ ও মানবিক সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং এটি বৈশ্বিক ন্যায়ের প্রশ্ন।

 

RELATED ARTICLES

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

অনলাইন ডেস্ক : কয়েক দিনের টানা অস্থিরতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের পক্ষে বড়...

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

অনলাইন ডেস্ক : কয়েক দিনের টানা অস্থিরতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের পক্ষে বড়...

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত...

Recent Comments