অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক পর্তুগিজ নাগরিকের বন্দুক হামলার জেরে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।
পোস্টে তিনি বলেছেন, ‘ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ৪৮ বছর বয়সী ক্লডিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্টি ২০১৭ সালে ডাইভার্সিটি লটারি ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামের (ডিভি ১ ভিসা) আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ ও গ্রিনকার্ড পেয়েছিলেন। এই জঘন্য ব্যক্তিকে কখনই আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না।’
নেয়োম বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, আমি অবিলম্বে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে ‘ডিভি ১ ভিসা’ প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছি- যাতে আমেরিকানরা এই বিপর্যয়কর নীতির মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়।’
তবে কতদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে বা বিকল্প কোন প্রক্রিয়াটি চালু করছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রোড আইল্যান্ডের প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হন। এর দুই দিন পর ম্যাসাচুসেটসের ব্রুকলাইনে এমআইটি অধ্যাপক নুনো লুরিরোকে হত্যার অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি স্টোরেজ ইউনিটে নেভেস-ভ্যালেন্তেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এসময় তার কাছে এইসব হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, ডাইভারসিটি ভিসা (ডিভি ১) লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম তারাই এতে অংশ নিতে পারে। প্রতি বছর লাখ লাখ অভিবাসী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে লটারির মাধ্যমে প্রতি বছর মাত্র ৫০ হাজার মানুষকে গ্রিনকার্ড প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।
সূত্র: আনাদোলু
