Thursday, January 15, 2026
Thursday, January 15, 2026
Home ইন্টারন্যাশনাল গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণ

গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণ

অনলাইন ডেস্ক : গাজায় ত্রাণবাহী নৌবহরে যোগ দেওয়ার পর ইসরায়েল থেকে বিতাড়িত কয়েকজন আন্তর্জাতিক কর্মী অভিযোগ করেছেন যে, জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি বাহিনী হেফাজতে নিয়ে নির্যাতন করেছে।

শনিবার ১৩৭ জন বিতাড়িত কর্মী তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। তাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডানসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলা অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে ‘নির্যাতন’ করছে। তিনি বলেন, ‘ওকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হয়।’

মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি এবং মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবারও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। ইস্তাম্বুল বিমানবন্দরে তারা বলেন, থুনবার্গকে ধাক্কা দেওয়া হয় এবং ইসরায়েলি পতাকা হাতে প্রদর্শন করা হয়।

হেলমি বলেন, ‘এটা এক ভয়াবহ অভিজ্ঞতা ছিল। আমাদের পশুর মতো আচরণ করা হয়েছে।’ তিনি জানান, আটক অবস্থায় তাদের খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ থেকে বঞ্চিত রাখা হয়েছিল।

বিবার বলেন, ‘থুনবার্গের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে এবং তাকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’

তিনি মনে করেন, থুনবার্গকে জোর করে একটি কক্ষে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয় যখন ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সেখানে প্রবেশ করেন।

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো, যিনি একই নৌবহরে ছিলেন, তিনিও থুনবার্গের প্রতি আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি আনাদোলু সংস্থাকে বলেন, ‘গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, বয়স মাত্র ২২। তাকে অপমান করা হয়েছে, ইসরায়েলি পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।’

অন্য কয়েকজন কর্মীও গুরুতর নির্যাতনের কথা জানিয়েছেন। তুর্কি টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ‘আমাদের কুকুরের মতো আচরণ করা হয়েছে। তিন দিন আমাদের না খাইয়ে রাখা হয়। পানি দেওয়া হয়নি; টয়লেটের পানি খেতে হয়েছে… দিনটা ছিল প্রচণ্ড গরম, আমরা সবাই যেন আগুনে পুড়ছিলাম।’

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে গাজায় কী ঘটছে, তা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।’

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সুমুদ ফ্লোটিলার বহরে থাকা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের একটি ভিডিও বার্তা প্রকাশ হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে অপহরণ করা হয়েছে।’

ভিডিওতে থুনবার্গ বলেন, ‘আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন…ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।’

RELATED ARTICLES

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে হুমকি দিয়েছে ইরান। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যাচেষ্টার ভিডিও ক্লিপ সম্প্রচার করে বুধবার ইরানের...

ভেনেজুয়েলার লুট করা তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ ও দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি...

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে হুমকি দিয়েছে ইরান। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যাচেষ্টার ভিডিও ক্লিপ সম্প্রচার করে বুধবার ইরানের...

ভেনেজুয়েলার লুট করা তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ ও দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি...

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

Recent Comments