Thursday, January 15, 2026
Thursday, January 15, 2026
Home খেলাধুলা গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের মাইলফলকের ম্যাচ তার জন্য স্মরণীয় হয়ে থাকল। ৩-০ গোলে লিভারপুলকে পঞ্চম হারের হতাশায় ভাসাল ম্যানচেস্টার ক্লাব।

গতকাল রবিবার দুই পুরানো প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবার গোল পেয়েছেন আর্লিং হালান্ড। ৯৯তম প্রিমিয়ার লিগ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। অথচ এটি হতে পারতো তার শততম গোল। খেলার শুরুতে একটি পেনাল্টি মিস করেন তিনি।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক সমতা ফেরালেও তা বিতর্কিতভাবে বাতিল হয়। এছাড়া বাকি সময়ে চ্যাম্পিয়নদের চেয়ে সবদিক থেকে এগিয়ে ছিল ম্যানসিটি। বিরতির আগে নিকো গঞ্জালেসের গায়ে লেগে বল জালে জড়ায়।

তারপর ক্লাবের হয়ে শততম ম্যাচে লিভারপুল রাইট ব্যাক কনর ব্রাডলিকে ফাঁকি দিয়ে চমৎকার গোল করেন জেরেমি ডকু।

এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে সিটি টেবিলের দ্বিতীয় স্থানে ফিরল। শীর্ষে থাকা আর্সেনালের (২৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন চারে। লিভারপুল নেমে গেছে আটে।

আর্নে স্লটের দল সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছিল অ্যাস্টন ভিলা ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে। কিন্তু ছয় লিগ ম্যাচে পঞ্চম হার গানারদের সঙ্গে তাদের দূরত্ব বাড়ল ৮ পয়েন্টে।

আর্সেনাল শনিবার পয়েন্ট হারালে সিটি ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিল। তারা সফল হলেও লিভারপুল দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল।

নবম মিনিটে ম্যানসিটি দারুণ এক সুযোগ তৈরি করে। ডকু দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলেও লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলির পায়ের আলতো স্পর্শে পড়ে যান। প্রথমে পেনাল্টি না দিলেও রেফারি ক্রিস কাভানাগ ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান।

লিভারপুলকে ক্ষুব্ধ করে দেওয়া ওই পেনাল্টি থেকে এগিয়ে যেতে ব্যর্থ হয় ম্যানসিটি। হালান্ডের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মামারদাশভিলি।

২৯তম মিনিটে ম্যাথিউস নুনেসের ক্রসে লাফিয়ে দুর্দান্ত হেডে গোলমুখ খোলেন হালান্ড। লিভারপুল সমতা ফিরিয়েছিল, কিন্তু অ্যান্ড্রু রবার্টসন অফসাইডে থাকায় ফন ডাইকের লক্ষ্যভেদী হেড বৃথা যায়।

রেডদের হতাশা আরো বাড়ে প্রথমার্ধের স্টপেজ টাইমে। গঞ্জালেসের লম্বা শট ফন ডাইকের গায়ে লেগে দিক বদলে মামারদাশভিলিকে পরাস্ত করে।

বিরতির পর লিভারপুল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। ব্রাডলির ক্রসে তো গঞ্জালেস নিজের জালেই বল জড়াতে বসেছিলেন। ব্রাডলির ভাসানো বলে কডি গাকপো বেশ কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি।

ম্যানসিটি ম্যাচ একেবারে হাতের মুঠোয় নেয় ডকুর গোলে। নিকো ও’রিলির পাসে বাঁকানো শটে ৬৩ মিনিটে জানুয়ারির পর প্রথম লিগ গোল করেন ডকু।

লিভারপুল সান্ত্বনার গোল থেকে বঞ্চিত হয়। ডমিনিক সোবোসলাইয়ের শট ফিরিয়ে দেন জিয়ানলুইজি দোনারুম্মা, পরে মোহাম্মদ সালাহ গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চেলসি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে দুইয়ে উঠে গেছে। ৩-০ গোলে ঘরের মাঠে জিতে ২০ পয়েন্ট তাদের।

অ্যাস্টন ভিলা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এএফসি বোর্নমাউথকে। ব্রেন্টফোর্ড ৩-১ গোলে জিতেছে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। একই ব্যবধানে নটিংহ্যাম ফরেস্ট হারিয়েছে লিডস ইউনাইটেডকে। গোলশূন্য ড্র হয়েছে ক্রিস্টাল প্যালেস ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের ম্যাচ।

RELATED ARTICLES

ব্রাহিমের রেকর্ড, ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক মরক্কো। ঘরের মাঠে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনালের টিকিট...

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার শুরুটা করেছিলেন...

ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরাও দেম্বেলে

স্পোর্টস ডেস্ক : ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। লামিনে ইয়ামাল ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক : আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ...

ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে চীন। গত বছর (২০২৫ সাল) দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ২...

ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

অনলাইন ডেস্ক : কয়েক দিনের টানা অস্থিরতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের পক্ষে বড়...

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত...

Recent Comments