নিজস্ব প্রতিবেদক : গত ২২ নভেম্বর, ২০২৫ কানাডা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত গোলাম মাহমুদ মিয়া স্মরণে ড্যানফোর্থ এভিনিউয়ের রেডহট তন্দুরি রেস্তোরাঁয় এক স্মরণ সভার আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা ও দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের প্রথম সহ সভাপতি সৈয়দ আব্দুল গফফার। সভায় গোলাম মাহমুদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
এরপর গোলাম মাহমুদ মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। বক্তাদের বক্তব্যে মাহমুদ মিয়ার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মন্ট্রিয়লে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশীয় কমিউনিটির যথেষ্ট খেদমত করেন। পরোপকারী মাহমুদ মিয়া সদাসর্বদা মানুষের বিপদে এগিয়ে এসে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ, সরল, অমায়িক, বন্ধুবৎসল ও সদালাপী। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সভার শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, সদস্য ঝুটন তরফদার, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি হাসিনা আক্তার জানু, সদস্য রিনা শিকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতিদ্ধয় ড. এ এম এম তোহা, মোহাম্মদ হাসান, সদস্য আশরাফুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ, আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান জানু, এডভোকেট শহিদুল্লাহ ও তাজ উদ্দিন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রকৌশলী আনোয়ার কামাল, মুশফিকুর রহমান আকন্দ, আইনুল কবির, নজরুল ইসলাম, মাকসুদুল হাসান মাসুদ, আতোয়ার রহমান, সানজিদা ইসলাম, মোঃ আলী চৌধুরী, শরিফুল ইসলাম, সুজন ঢালী ও আরও অনেকেই।

