Home কমিউনিটি কনসাল জেনারেল প্রবাসীদের সেবা দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় : কানাডার টরন্টোয় জালালাবাদ...

কনসাল জেনারেল প্রবাসীদের সেবা দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় : কানাডার টরন্টোয় জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

হেলাল সরকার : কানাডার টরন্টোয় বাংলাদেশের নবাগত কনসাল জেনারেল মো. শাহ আলম খোকনের সঙ্গে মতবিনিময় করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কর্মকর্তারা। সোমবার দুপুরে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এসোসিয়েশেনের কর্মকর্তারা সেবার মান উন্নয়নের বিভিন্ন পরামর্শ দিয়ে বলেছেন, কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের সেবার ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জালালাবাদ এসোসিয়েশন সবসময় কানাডা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কনস্যুলেটের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতার হাত প্রসারিত করে থাকে।

পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্মনিবন্ধন, অ্যাটেস্টেশনসহ সকল কনস্যুলার সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে জালালাবাদ নেতৃবৃন্দ বলেন, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দুর করে সেবার মান আরো সহজ, গতিশীল এবং জনবান্ধব করতে যে কোনো গঠনমূলক সহযোগিতায় আমরা কনস্যুলেটের পাশে থাকবো।

আমরা চাই, প্রবাসীরা যেন হয়রানী এড়িয়ে কর্মকর্তাদের কাছ থেকে হাসিমুখে সম্মান, মর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা পায় এবং কমিউনিটিতে গিয়ে আনন্দের সঙ্গে কনস্যুলেটের সুনাম করতে পারে। তাদের মধ্যে যেন কোনো ভীতি এবং হতাশা কাজ না করে।

আমাদের কমিউনিটির যেকোনো কার্যক্রমে কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে- এই প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, কনস্যুলেট চাইলে জালালাবাদ এসোসিয়েশন সচেতনতা কার্যক্রম, সেবা বিষয়ক তথ্য প্রচার এবং কমিউনিটি আউটরিচে সহযোগিতা করতে প্রস্তুত। দুর-দুরান্তের বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসীদের সেবা দ্রুত এবং সহজ করার পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানের আহ্বান জানান।

জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতামতের জবাবে কন্সাল জেনারেল মো. শাহ আলম খোকন বলেন, আপনারা যে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা, দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে কনস্যুলার সেবার মান নিয়ে মতামত তুলে ধরেছেন- আমি তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা জানি- আপনাদের প্রত্যাশা অনেক, এবং সেই প্রত্যাশা পূরণ করতে আমরা কাজ করছি।

অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা আরও সহজ ও দ্রুতকরণ, ফোন ও ইমেলই রেসপন্স, সেবাপ্রার্থীদের সহযোগিতা, ফেসবুক লাইভের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদানসহ বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে কন্সাল জেনারেল শাহ আলম খোকন বলেন, কনস্যুলেটের দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা। আমাদের উদ্দেশ্য সেবাকে আরও গতিশীল, সময়োপযোগী ও মানবিক করা। এ লক্ষ্য পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং কনস্যুলেটের পুরো টিম একসঙ্গে কাজ করবে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য। আপনাদের পরামর্শ, সমালোচনা, প্রত্যাশা- সবকিছুই আমাদের কাজকে আরও সঠিক পথে চালিত করবে। প্রবাসীদের কল্যাণে জালালাবাদ এসোসিয়েশনের সক্রিয় ভ‚মিকা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে কন্সাল জেনারেল বলেন, এই বৈঠক উভয় পক্ষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে বাস্তব অগ্রগতি নিয়ে আসবে।

জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য কন্সাল জেনারেলসহ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি- কনস্যুলেট সবসময় প্রবাসীদের পাশে থাকতে চায়। প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের যে কোনো ভালো কাজে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে সবসময় প্রস্তুত আছি।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনির নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক প্রেসিডেন্ট সাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মেহদী শরিফ মারুফ, উপদেষ্টা লায়েক আহমদ চৌধুরী, মিসবাহুল কাদির ফাহিম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ এবং অর্থ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

মতবিনিময় শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ২১ ডিসেম্বর টরন্টোয় বিজয় উৎসবের আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে কন্সাল জেনারেলের হাতে তুলে দেন।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক’কে বাংলাদেশ থিয়েটার টরন্টো দিচ্ছে আজীবন সন্মাননা নাট্যধিকার ২০২৫

বাংলা কাগজ প্রতিবেদক : বাংলাদেশ থিয়েটার টরন্টো (বিটিটি) সভাপতি নাট্যজন হাবিবুল্লাহ দুলাল ও বিটিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ কে জামান জানান বাংলাদেশে মঞ্চ ও সিনেমায়...

বই ভুবনের বাসিন্দা : জন্মদিনে সুমন রহমানের রেখাচিত্র

সুমন রহমান : মৃদু আলোর আভা শেখ শাহনওয়াজ : বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে, আমি যখন ঢাকাবাসী হই - তখনকার কথা বলছি। ঢাকায় তখন সাংবাদিকতা ও...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা এর উদ্যোগে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরাও দেম্বেলে

স্পোর্টস ডেস্ক : ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। লামিনে ইয়ামাল ও...

সৌদি আরবে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক : সৌদি আরব এক বছরে সর্বাধিকসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র...

বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক’কে বাংলাদেশ থিয়েটার টরন্টো দিচ্ছে আজীবন সন্মাননা নাট্যধিকার ২০২৫

বাংলা কাগজ প্রতিবেদক : বাংলাদেশ থিয়েটার টরন্টো (বিটিটি) সভাপতি নাট্যজন হাবিবুল্লাহ দুলাল ও বিটিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ কে জামান জানান বাংলাদেশে মঞ্চ ও সিনেমায়...

বই ভুবনের বাসিন্দা : জন্মদিনে সুমন রহমানের রেখাচিত্র

সুমন রহমান : মৃদু আলোর আভা শেখ শাহনওয়াজ : বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে, আমি যখন ঢাকাবাসী হই - তখনকার কথা বলছি। ঢাকায় তখন সাংবাদিকতা ও...

Recent Comments

Exit mobile version