বিনোদন ডেস্ক : ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইনআপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি। দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা।
উৎসবের আগে, সংগীতশিল্পের একদল ব্যক্তিত্ব এবং শিল্পী প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করেন, যাতে তাকে লাইনআপ থেকে নিক্যাপকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
পরবর্তী সময়ে চিঠিটি ফাঁস হয়ে যায়, সংগীতশিল্পের অন্যদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু নিক্যাপ শেষ পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুসারে পরিবেশনা করে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি।
দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করেছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; সে জন্যই তাকে বরখাস্ত করেন ডুয়া লিপা। এ ছাড়া এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সেই এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী। আর এতে ইসরায়েলের প্রতি তার এই সমর্থন স্পষ্ট হয়েছে; ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডুয়া লিপা।
ঘটনার সূত্রপাত জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে। ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।
সেখানে স্বাক্ষর করে সংগীতশিল্পীদের একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়; আর চিঠিতে সই করা সেই সংগীতশিল্পীদের বিরুদ্ধে অনেকে নিন্দা জানান।
