অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট না দেওয়ার আহ্বানে সাড়া দেননি ভোটাররা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন মামদানি।১৮৯২ সালের পর তিনিই শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।
শুরু থেকেই জোহরান মামদানির বিরোধীতা করে আসছিলেন ট্রাম্প। এবার তার জয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (৫ নভেম্বর) ট্রুথ স্যোশালের এক পোস্টে জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের ‘স্টুপিড’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদীদের বিরুদ্ধে যাবে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে এক মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

