Saturday, November 15, 2025
Saturday, November 15, 2025
Home খেলাধুলা আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের শিরোপা-খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে আজ (২০ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মরক্কোর জয়ের নায়ক ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই করলেন দুটি গোল।

মরক্কোর জন্য এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর এবার তারা নতুন ইতিহাস লিখল। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো (প্রথমবার ১৯৮৩ সালে)। এর আগে-পরে মোট ছয়বার ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে ২০০৭ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে বল পজিশন ও আক্রমণে দাপট ছিল আর্জেন্টিনারই। তারা ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উত্তরসূরিরা গোলের জন্য মোট ২০টি শটও নেয়। কিন্তু মরক্কোর রক্ষণকে ভাঙতে পারেনি তারা। বিপরীতে, মরক্কো মাত্র ৪টি শট লক্ষ্য বরাবর রেখেই কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নেয়।

ম্যাচের শুরুতেই চমক দেখায় মরক্কো। ষষ্ঠ মিনিটে আচমকা আক্রমণে ডি-বক্সের মুখে গোলরক্ষককে একা পেয়ে শট করেন ইয়াসির জাবিরি। এ সময় গোলরক্ষক সান্তিনো বার্বির সঙ্গে তার সংঘর্ষ হয়। রেফারি প্রথমে ফাউল না দিলেও মরক্কো ‘গ্রিন কার্ড’ ব্যবহার করে ভিএআর রিভিউয়ের আবেদন করে।

রিভিউতে দেখা যায়, ফাউলটি ডি-বক্সের ঠিক বাইরে হয়েছে। ফলে পেনাল্টি না পেলেও হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন গোলরক্ষক। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। বাম পায়ের বাঁকানো উঁচু শটটি আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বিকে ফাঁকি দিয়ে আর্জেন্টিনার জালে জড়ায়।

পিছিয়ে পড়ে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও ২৮তম মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে। পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস থেকে বাম পায়ের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়াসির।

এরপর ব্যবধান কমাতে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা বারবার মরক্কোর রক্ষণে হানা দিলেও সেভাবে জোরাল কোনো আক্রমণ করতে পারেনি। বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিট দেয়া হয়। সেই সময় শেষ হওয়ার বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন মরক্কোর ফুটবলাররা এবং গ্যালারিতে শুরু হয় লাল জার্সির সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

RELATED ARTICLES

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের মাইলফলকের...

বিশ্বরেকর্ড থেকে ৫ অ্যাসিস্ট দূরে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : কোনোভাবেই থামছে না লিওনেল মেসির জাদু। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এই আর্জেন্টাইন সুপারস্টার এবার এমএলএসের প্লে-অফে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে...

সৌদি আরবে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। শনিবার (৮ নভেম্বর) মেয়েদের ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

অনলাইন ডেস্ক : বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের...

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক : গেল কয়েক বছর ধরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু তাই নয়, নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে...

এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ...

ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : জার্মানি, ইতালি এবং গ্রিসের চারটি সংগঠনকে 'বৈশ্বিক সন্ত্রাসী' হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, এসব সংগঠনকে 'হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী' হিসেবে বর্ণনা...

Recent Comments