বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। নিজের অর্ধেক বয়সী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চায় ছিলেন একসময়। যদিও সেসব এখন শুধুই অতীত। এবার হাটুর বয়সী এক ছেলের বিরক্তের শিকার নায়িকা। আর এতে ছেলেটির ওপর চটেও যান তিনি।
এই মুহূর্তে নাচের একটি রিয়্যালিটি শো-এর বিচারকের দায়িত্বে আছেন মালাইকা। সেখানেই ১৬ বছর বয়সী এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অভব্য ইঙ্গিত করে। তারপরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে মালাইকাকে বলতে শোনা যায়, ‘আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!’
জানা গেছে, এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকার বক্তব্যকে সমর্থন করেছেন ওই শো-এর অন্যান্য প্রতিযোগিরা। তাদের দাবি, মালাইকা ছেলেটিকে বকুনি দিয়ে ঠিকই করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিযোগীর কাছে তার মায়ের ফোন নম্বরও চেয়েছেন মালাইকা।
তবে এই ভিডিও নিয়ে নেটাগরিকেরা দুই শ্রেণিতে বিভক্ত হয়ে গেছেন। কারো মতে, শোয়ের জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের কার্যকলাপ তৈরি করেন নির্মাতারা। অন্য পক্ষ অবশ্য মনে করছেন, মালাইকা প্রকাশ্যে সম্পূর্ণ বিষয়টির প্রতিবাদ করে সঠিক পদক্ষেপ করেছেন।
© 2025 সর্বসত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি Develop By: Md Shovon Khan