বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও সালমান খান— এই দুই নামের আগে বিশেষণের প্রয়োজন পড়ে না। দু’জনেরই ভক্ত-অনুরাগী রয়েছে অনেক। দুই তারকাকেই এক ঝলক দেখার জন্য দেশ বিদেশের অনুরাগীরা অপেক্ষা করে থাকেন।
বলিউডের এই দুই তারকাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এক জ্যোতিষী। তিনি জানালেন পৃথিবীতে শাহরুখ ও সালমানের শেষ দিন কবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তারপর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি।
তার কথায়, ‘শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছুদিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।’ এরপরেই তিনি দাবি করেন, খুব শিগগিরই নাকি সালমান বড় অসুখে আক্রান্ত হবেন।
জ্যোতিষীর মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা কর সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনও ভাল জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষ শাস্ত্রে অনৈতিক বলে দাবি তাদের। অনুরাগীরা ইতোমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন
© 2025 সর্বসত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি Develop By: Md Shovon Khan