অনলাইন ডেস্ক : অভিবাসী ইস্যুতে কানাডা ভিসা নীতি নিয়ে নতুন যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে ভারতীয়সহ হাজার হাজার শিক্ষার্থীরা বিপদে পড়তে পারেন। এছাড়া দেশটিতে বসবাস করতে চাওয়া ব্যক্তি ও কর্মীরা দুর্ভোগে পড়বেন। খবর এনডিটিভি
নতুন এই ভিসা নীতি ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। আর এতে কানাডার সীমান্তে দায়িত্ব পালন করা নিরাপত্তা কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা চাইলে যে কোনো কারণে শিক্ষার্থী, কর্মী ও দেশটিতে বসবাস করতে চাওয়া ব্যক্তিদের ভিসা বাতিল করতে পারবেন।
নতুন ইমিগ্রেশন এবং শরণার্থী সুরক্ষা বিধিমালার অধীনে, কানাডার সীমান্ত নিরাপত্তা কর্মকর্তাদের অস্থায়ী বাসিন্দার নথি— যেমন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং অস্থায়ী বাসিন্দার ভিসা (টিআরভি) প্রত্যাখ্যান অথবা বাতিল করার ক্ষমতা দেয়া হয়েছে।
এর অর্থ এখন থেকে তারাই কর্মসংস্থান ভিসা এবং স্টুডেন্ট ভিসা বাতিল করতে পারবে। তবে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা বাতিল যাতে না হয় সেজন্য কিছু পরামর্শও দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কানাডা ত্যাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আশ্বস্ত করা।
নতুন এই ভিসা নীতির ফলে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাদের মধ্যে একটা বড় অংশ ভারতীয়।
কানাডা ভারতীয় শিক্ষার্থী, কর্মী এবং আইনগত অভিবাসীদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখের বেশি।
এ অবস্থায় যদি কারো আবেদন প্রত্যাখ্যান করা হয়, তাহলে তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে। এছাড়া যারা ইতিমধ্যে কানাডায় পড়াশোনা, কাজ বা বসবাস করছেন তাদের কারো পারমিট বাতিল করা হলে নির্দিষ্ট তারিখের মধ্যে দেশ ছাড়ার জন্য তাদের একটি নোটিশ দেওয়া হবে।
© 2025 সর্বসত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি Develop By: Md Shovon Khan