কানাডা, ০৯ জুলাই, ২০২৫, ,

বিজ্ঞাপন ☎ 416 693 2223
শিল্প-সাহিত্য

আমার জন্মভূমি

আতোয়ার রহমান

নীল আকাশের নীচে শুয়ে আছে সবুজ ভ‚মি 
কী সুন্দর তার অপরুপ শ্যামলছায়া মুখ! 
কাকচক্ষুর মতো জলে ভরা গুণবতী 
আপন মনে ছুটে চলা সার সার নদী,
নদীর বুকে যেন বসা রঙের মেলা
জেলেরা মাছ ধরে ভাসিয়ে হাওয়ার ভেলা
চারিদিকে আলো-ছায়ার অভাবনীয় খেলা। 
জল থেকে ঝিলিক দেয় সোনালী ধানের হাসি
ঘনশ্যাম মেঘেরা বেড়াতে আসে সেথায় দিবানিশি 
পাল তোলা নাও বেড়ায় ঘুরে উদাসীন ভাটিয়ালির সুরে 
গানের পাখিরা ডানা ঝাপ্টে নেমে আসে সারা মাঠ জুড়ে 
ফসলভরা রিক্ত মাঠে করুণাধারায় নেমে আসে বৃষ্টি 
বসুমতী যেন হয়ে ওঠেন সত্যি ঋতুমতী।

ছড়িয়েছিটিয়ে আছে মাটি ও মানুষের সম্পর্কের মায়া
নিস্তরঙ্গ পুকুরে বুক ভরে হাসে আম কাঁঠালের ছায়া 
দখিনা সমিরণে খুশিতে দুলে উঠে সুপুরিবন
নারকেলের সারি, বটের ছায়া আর কাশবন..
বাবলার কাঁটা ঘেরা ঢেঁড়সের ক্ষেতে
কতশত ফুল ফোটে বৌ কথাকও ডাকে 
ম-ম করা সুবাস চুমু খায় কপালে 
গেরস্তের চাল বেয়ে হলুদরঙা কুমড়ো ফুল
খিলখিল হাসিতে ফেটে পড়ে।
শিশুরা যায় স্কুলে মায়ের গন্ধ লেগে থাকা সকালে
বৈশাখী হাওয়া লুটোপুটি খায় মুখে গালে 
ফুরফুরে বাতাস বিলি কেটে দিয়ে যায় চুলে।
পাখির পালক খুঁজে ফিরে হিজলের বনে, নদীর ঘাটে!
শাপলা শালুকে ভরা টলটলে তালপুকুরে, 
দলবেধে প্রজাপতি ঘাস ফড়িঙ ধরে তারা উদাস দুপুরে। 
পথে-পথে ঘোরে বাউল দোতারা বাজিয়ে
সকলের অন্তরে ভালোবাসার নেশা ছড়িয়ে 
নদীর আঁচল পাতা মায়াবী জ্যোৎস্নায়
জোনাকিরা পাখা মেলে উড়ে উড়ে ভেসে যায়।
জানালায় কান পেতে অঝোর বৃষ্টির সুর শুনি 
পাহাড়ের সবুজ মায়ায় ঝরে ঝরনা মৃদু রিনিঝিনি 
মনে হয় কালের সূচনা থেকে যেন তারে চিনি।

ভালোবাসার মুগ্ধ আবেশে জড়িয়ে আছে 
বাংলাদেশের ব-দ্বীপ আঁকা আমার হৃদয় পুণ্যভূমি... 
এই তো আমার দেশ মাতা-এ আমার জন্মভূমি।