কানাডা, ০৯ জুলাই, ২০২৫, ,

বিজ্ঞাপন ☎ 416 693 2223
ধর্ম ও জীবন

অস্থিরতা দুশ্চিন্তায় যে দোয়া পড়বেন

অনলাইন ডেস্ক : রাসুলুল্লাহ (স.) যখনই কোনো দুশ্চিন্তা, বিষণ্ণতা বা অস্থিরতায় পতিত হতেন, মহান আল্লাহর কাছে সাহায্য চাইতেন। মুসলিম উম্মাহর জন্য প্রিয়নবীজি হলেন অনুকরণীয় আদর্শ। তাই কোনো কারণে দুশ্চিন্তা, অস্থিরতা বা বিষণ্ণতা পেয়ে বসলে নবীজির অনুকরণে নিচের দোয়াটি পড়বেন।

يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ উচ্চারণ: ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরাহমাতিকা আসতাগিস।’ অর্থ: ‘হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আপনার রহমতের ওসিলায় আমি সাহায্য কামনা করছি।’

আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) কোনো বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়লে দোয়াটি পড়তেন। (মেশকাত: ২৪৫৪) আনাস (রা.) বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.)-এর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি এই দোয়া পড়তেন। (তিরমিজি: ৩৫২৪)

অথবা এই দোয়াটিও পড়তে পারেন— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।’ অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (স.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (বুখারি: ২৮৯৩)

এছাড়াও যেকোনো সমস্যায় দোয়া ইউনুস পাঠ করা যায়। আল্লাহ তাআলা আমাদের যেকোনো কঠিন সময়ে বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় উল্লেখিত দোয়াগুলো পাঠ করার তাওফিক দান করুন। আমাদের যেকোনো সমস্যা, দুশ্চিন্তা নিরসন করে দিন। আমিন।