অনলাইন ডেস্ক : ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এক কড়া সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান এখনও অনেক দূরে। গত মঙ্গলবার জেরুজালেমে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
বার্নিয়া বলেন, যদিও সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তাদের পারমাণবিক বোমা তৈরির আকাঙ্ক্ষা এখনও তাদের হৃদয়ে স্পন্দিত হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান যাতে পুনরায় তাদের পারমাণবিক প্রকল্প শুরু করতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের। এই লক্ষ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে।
বার্নিয়া তেহরানের সাথে যেকোনো ধরণের নতুন কূটনৈতিক চুক্তির বিষয়ে তীব্র সংশয় প্রকাশ করেন। তার মতে, ইরান বিশ্বকে আবারও ধোঁকা দিয়ে একটি ‘ত্রুটিপূর্ণ চুক্তিতে’ আবদ্ধ করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘আমরা কোনো খারাপ চুক্তি হতে দেব না।’’
চলতি বছরের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে ১২ দিনব্যাপী এক সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী যুদ্ধ সংঘটিত হয়। ওই সময় ইসরায়েল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পেন্টাগনের মতে, এই হামলায় ইরানের কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে, যদিও বার্নিয়া মনে করেন ইরান সুযোগ পেলেই এই কার্যক্রম আবারও সচল করবে।
বিদায়ী মোসাদ প্রধান (যাঁর মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হবে) দাবি করেন, ইরান বর্তমানে গোয়েন্দা তথ্যের দিক থেকে ইসরায়েলের কাছে পুরোপুরি উন্মুক্ত এবং অনুপ্রবেশযোগ্য হয়ে পড়েছে। তবে তিনি সতর্ক করেন, ইরান এখনও ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।
‘‘আয়াতুল্লাহর শাসন এখন বুঝতে পেরেছে যে তারা পুরোপুরি অরক্ষিত, কিন্তু তারা এখনও হাল ছাড়েনি।’’
সূত্র: নিউ ইয়র্ক সান

