বাংলা কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন BUET Alumni Association Canada (BAAC)–এর উদ্যোগে গত শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, টরন্টোর Grand Cinnamon Banquet Hall, Scarborough–এ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত BUET Night 2025।


প্রবাসী বুয়েটিয়ানদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা, আনন্দ ও আবেগের এক অনন্য সন্ধ্যা হয়ে উঠেছিল এই আয়োজন। অনুষ্ঠানে ছিল সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্য ও গেম শো।


বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড Feedback–এর সাবেক লিড ভোকালিস্ট লুমিন, যাঁর পরিবেশনা পুরো হল মাতিয়ে তোলে।

এছাড়াও বুয়েটিয়ান পরিবার-পরিজনের অংশগ্রহণে পরিবেশিত নৃত্যনাট্য বুয়েটের টুকরো গল্প দর্শকদের আবেগে আপ্লুত করে।

BUET Alumni Association Canada–এর পক্ষ থেকে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, শিল্পী, মিডিয়া পার্টনার, স্পন্সর, অতিথিবৃন্দ ও সকল অংশগ্রহণকারী বুয়েটিয়ান পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এই বিশাল আয়োজন সফল করার পেছনে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ছিল অনবদ্য।


