Wednesday, December 10, 2025
Wednesday, December 10, 2025
Home ইন্টারন্যাশনাল মদ বিক্রির ওপর বিধি-নিষেধ আরো শিথিল করেছে সৌদি আরব

মদ বিক্রির ওপর বিধি-নিষেধ আরো শিথিল করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক : সৌদি আরবে বসবাসরত বিদেশিরা জানিয়েছেন, দেশটিতে মদ বিক্রির ওপর বিধিনিষেধ আরো শিথিল করা হয়েছে। রক্ষণশীল এই রাজ্যে কেবল কয়েক দিন আগেই প্রথমবারের মতো কূটনীতিক নন—এমন ব্যক্তিরা মদ কেনার সুযোগ পেয়েছিলেন।

এএফপির সঙ্গে কথা বলা ছয়জন ব্যক্তির মতে, মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় করেন—এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা এখন রিয়াদে দেশের একমাত্র মদের দোকান থেকে পানীয় কিনতে পারছেন।

গত মাসের শেষ দিকে ‘প্রিমিয়াম ভিসা’ধারীদের রিয়াদে মদ কেনার অনুমতি দেওয়া হয়।

এতে রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত ওই দোকান থেকে এই প্রথম কূটনীতিক নন—এমন বাসিন্দারা মদ কেনার সুযোগ পান।
এরপর নীরবে নিয়ম আরো শিথিল করা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে ক্রেতারা জানান, তারা দোকানের কর্মীদের কাছে নিজেদের আবাসিক কাগজপত্র দেন। এরপর কর্মীরা একটি সৌদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের বেতনের তথ্য যাচাই করেন, তারপর মদ বিক্রি করা হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের কাছ থেকে বিধিনিষেধ শিথিল হওয়ার খবর পেয়ে এক প্রবাসী এএফপিকে বলেন, ‘আমরা অবাক হয়েছি এবং শুরুতে বিশ্বাসই করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘যাচাই করার পর আমরা দোকানে ঢুকি এবং সফলভাবে মদ কিনতে পারি।’

রিয়াদে বসবাসকারী আরেক প্রবাসী নারীও জানান, তিনিও সাম্প্রতিক দিনগুলোতে মদ কিনতে পেরেছেন।

তিনি বলেন, ‘খবরটা শুনে আমাদের আশপাশের মানুষজন যেন পাগল হয়ে গেল—যেন তারা আগে কখনো মদ চেখেই দেখেনি!’

রিয়াদের ওই মদের দোকানে বিক্রি ব্যাপকভাবে বেড়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের প্রথম ধাপের পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ জনের বেশি প্রিমিয়াম ভিসাধারী বাসিন্দা ওই দোকান থেকে কেনাকাটা করেছেন।

২০১৯ সালে চালু হওয়া সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্ট স্ট্যাটাস একটি নির্বাচিত গোষ্ঠীর বিদেশিদের জন্য প্রযোজ্য। এটি পেতে হলে বিভিন্ন শর্ত পূরণের পাশাপাশি এককালীন আট লাখ রিয়াল পরিশোধ করতে হয়।

সৌদি আরবের অন্যান্য বড় শহরেও আরো মদের দোকান খোলার বিষয়ে নানা প্রতিবেদন ছড়িয়ে পড়েছে।

প্রক্রিয়াটি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছেন, ২০২৬ সালে জেদ্দা ও ধাহরানে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট বিবরণ দেননি।
সূত্র : এএফপি

RELATED ARTICLES

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ আখ্যা দিয়ে বলেছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সমর্থন কমাতেও পারে। মার্কিন সংবাদমাধ্যমপলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে...

টরন্টোতে শেখ শাহনওয়াজ এর গ্রন্থ ‘কেউ ভোলে না কেউ ভোলে’র প্রকাশনা উৎসব

বাংলা কাগজ ডেস্ক : গত ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ টরন্টোর লেখক শেখ শাহনওয়াজ এর ‘কেউ...

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ আখ্যা দিয়ে বলেছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সমর্থন কমাতেও পারে। মার্কিন সংবাদমাধ্যমপলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে...

টরন্টোতে শেখ শাহনওয়াজ এর গ্রন্থ ‘কেউ ভোলে না কেউ ভোলে’র প্রকাশনা উৎসব

বাংলা কাগজ ডেস্ক : গত ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ টরন্টোর লেখক শেখ শাহনওয়াজ এর ‘কেউ...

উচ্চারণ-এর বর্ণিল আয়োজন- ‘উচ্চারণ সন্ধ্যা’

অনলাইন ডেস্ক : প্রায় নয় মাস আগে বাংলাদেশ সেন্টারের মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারির পূন্য সন্ধ্যায় উচ্চারণের আত্মপ্রকাশ। সেই থেকে ‘কবিতার সুষমায় জীবনের আহ্বান’- এই...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় মৈত্রেয়ী দেবীর মা’কে স্মরণ

অনলাইন ডেস্ক : গত ৫ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে টরন্টোর প্রিয় সাংস্কৃতিক কর্মী মৈত্রেয়ী দেবীর মা’কে শ্রদ্ধা...

Recent Comments