অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় একটি ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
অন্তত ১১ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আশপাশের বাসিন্দাদের ঘরে আশ্রয় নিতে বলা হয়েছে।
বিমানটি প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল, যা বিস্ফোরণের পর আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে।
ইউপিএস জানিয়েছে, বিমানে তিনজন ক্রু ছিলেন – তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট ২৯৭৬ নামের ওই বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ১৫ মিনিটের দিকে হাওয়াইগামী পথে দুর্ঘটনায় পড়ে।

