সাহিদুল আলম টুকু : গত ২৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান পরিচালিত নতুন চলচ্চিত্র ‘শেকড়’। চলচ্চিত্রটির বিষয়বস্তু ও নির্মাণ শৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, গত বছর মে মাসে শুরু হওয়া ‘শেকড়’ চলচিচত্রের কাজ শেষ হয় এ বছরের জুন মাসে। গত ১৮ অক্টোবর চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)’তে।

অভিবাসন এবং অভিবাসী মানুষের আত্ম-পরিচয়ের সংকটসহ শেকড়ের টানে ফিরে দেখার চেষ্টা কেবল বাংলা ভাষাভাষি মানুষেরই নয়, বিশ্বজুড়ে সকলেরই রয়েছে কাছাকাছি অনুভব। ‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির সেই চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভ‚মি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার সেই শেকড়ের সন্ধানে খুঁজে ফেরার গল্প। পেছনে ফেলে যাওয়া প্রিয় মানুষদের সাথে আবার যোগাযোগ স্থাপনের প্রানান্তকর চেষ্টার গল্প।

‘শেকড়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন- এফএস নাইম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধূরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া সহ আরো অনেকে। চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে, ঢাকা, গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন- সাহিল রনি, শিল্প নির্দেশনায় ছিলেন- তারেক বাবলু, সম্পাদনা করেছেন- মাহফুজুল হক আশিক এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রোকন ইমন।

অভিবাসী লেখক সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান- ইমেশন ক্রিয়েটর। প্রসূন রহমানের নির্মিত অন্যান্য কাহিনী চলচ্চিত্রসমূহ হচ্ছে, ‘সুতপার ঠিকানা’, ‘জন্মভ‚মি’, ‘প্রিয় সত্যজিৎ’ এবং ‘ঢাকা ও ড্রিম’।

চলচ্চিত্র প্রদর্শনীর পর উপস্থিত দর্শকদের সাথে প্রসূন রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়। টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের সঞ্চালনায় মতবিনিময় পর্বটির সভাপতিত্ব করেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। মতবিনিময়ে পরিচালক প্রসূন রহমান ও লেখক সানাউল মোস্তাফা উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন।

