অনলাইন ডেস্ক : গত ১৮ অক্টোবর, শনিবার বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সংস্কৃতিকর্মী প্রয়াত দিনু বিল্লাহ’র স্মরণে ‘দ্যুতিময় দিনু বিল্লাহ’ শিরোনামে এক স্মরণানুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়। টরন্টো শহরের হোপ ডিপো চার্চ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেলওয়ার এলাহী।


স¤প্রচার মাধ্যমের খ্যাতিমান ব্যক্তিত্ব আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মানুষ দিনু বিল্লাহ সম্পর্কে স্মৃতিচারণ করেন দিনু বিল্লাহর দীর্ঘ বছরের বন্ধু ও স্ত্রী মাহবুবা খানম।



ঢাকা থেকে ভিডিও রেকর্ডের মাধ্যমে স্মৃতিচারণ করেন দিনু বিল্লাহর পরিবারের স্বজন খনু বিল্লাহ, লীনু বিল্লাহ, মিনু বিল্লাহ, নাসিরউদ্দিন ইউসুফ, শিমুল ইউসুফ, মোবাশ্বেরা খানম বুশরা ও শাওন মাহমুদ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, দিনু বিল্লাহ সঙ্গীতশিল্পীও ছিলেন। তাঁর প্রিয় কিছু রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক জাগরণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান কণ্ঠশিল্পীবৃন্দ।
সমবেত কণ্ঠে গানে অংশগ্রহণকারী শিল্পী : চিত্রা সরকার, নাহিদ কবির কাকলি, ড. মমতাজ মমতা, সারাহ বিল্লাহ, ফারহানা নুসরাত নুশা, ফাহমিনা ইশরাত তিশা, নিঘাত মর্তুজা শর্মি, কুমকুম বল, সুভাষ দাস, আশরাফুন নাহার ঝুমুর, নাজমুল ইসলাম, জহুরুল ইসলাম মিন্টু ও সাখাওয়াত আহমেদ বাবুল।
শিল্পীদের সঙ্গে কীবোর্ড বাজিয়ে সঙ্গতে ছিলেন জাহিদ হোসেন এবং তবলায় তানজীর আলম রাজীব।
দিনু বিল্লাহ রচিত গ্রন্থ থেকে পাঠ করেন : শেখর গোমেজ, আহমেদ হোসেন, সালমা বাণী, আরিয়ান হক, নুসরাত জাহান চৌধুরী শাঁওলী ও রোজিনা করিম।
অনুষ্ঠানের নান্দনিক ব্যানার ও পোস্টার ডিজাইন করেছেন মাসুম রহমান। অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ক্রিস্টোফার রোজারিও ক্যারী।
‘দ্যুতিময় দিনু বিল্লাহ’ নামে স্মরণানুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা, গ্রন্থনা ও ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তা ছিলেন ইকবাল করিম হাসনু।

