Saturday, December 13, 2025
Saturday, December 13, 2025
Home ইন্টারন্যাশনাল পাঁচ বছরের মধ্যেই ন্যাটোতে হামলা চালাতে পারে রাশিয়া: রুটে

পাঁচ বছরের মধ্যেই ন্যাটোতে হামলা চালাতে পারে রাশিয়া: রুটে

অনলাইন ডেস্ক : রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর ওপর হামলা চালাতে পারে বলে সামরিক এই জোটের মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, রাশিয়া এখন থেকেই পশ্চিমা সমাজে গোপন হামলা বাড়াচ্ছে এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে ব্যর্থ হলে পুরো ইউরোপ আরও বড় বিপদের মুখে পড়বে। আর তাই ন্যাটোকে এখনই যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে দেয়া এক ভাষণে মার্ক রুটে এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাশিয়া এখন থেকেই আমাদের সমাজের বিরুদ্ধে গোপন হামলা বাড়াচ্ছে। আমাদের প্রস্তুত থাকতে হবে এমন এক পরিসরের যুদ্ধের জন্য, যা আমাদের দাদা–নানাদের প্রজন্ম দেখেছিল’। পশ্চিমা গোয়েন্দা সংস্থার আগের সতর্কতার সঙ্গে সুর মিলিয়েই তিনি এই মন্তব্য করেন। তবে তার এই মন্তব্যকে ‘উদ্ভট আতঙ্ক’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো।

এদিকে রুটের এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন থামানোর পথ খুঁজছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই মাসের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধের কোনও পরিকল্পনা রাশিয়ার নেই, তবে ইউরোপ চাইলে বা যুদ্ধ শুরু করলে রাশিয়া ‘এখনই’ প্রস্তুত।

তবে এর আগেও অর্থাৎ ২০২২ সালের ঠিক আগেও মস্কো একই আশ্বাস দিয়েছিল। তখন রাশিয়া বলেছিল- তারা ইউক্রেনে আক্রমণ চালাবে না। তবে পরে দুই লাখ রুশ সেনা সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে এবং ব্যাপক হামলা শুরু করে। পুতিন আরও অভিযোগ করেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে শান্তি-উদ্যোগ নিচ্ছে, তাতে ইউরোপীয় দেশগুলো বাধা দিচ্ছে। মূলত ইউক্রেনের মিত্ররা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া শান্তি পরিকল্পনায় যে পরিবর্তন আনতে চেয়েছে, তার প্রতি ইঙ্গিত করেই তিনি একথা বলেছেন।

কিন্তু পুতিনের এসব মন্তব্য আমলে নিতে নারাজ ন্যাটো মহাসচিব রুটে। জার্মানির রাজধানী বার্লিনে দেয়া বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনকে সহায়তা করাই ইউরোপের নিরাপত্তার গ্যারান্টি। তার ভাষায়, ‘ভাবুন তো, পুতিনের উদ্দেশ্য সফল হলে কী হবে! ইউক্রেন রুশ দখলের অধীনে, ন্যাটোর সঙ্গে রাশিয়ার সীমানা আরও দীর্ঘ হবে, আর আমাদের ওপর সামরিক হামলার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে।’

গত তিন বছর ধরেই রাশিয়ার অর্থনীতি যুদ্ধ ব্যবস্থায় রূপ নিয়েছে, রুশ কারখানাগুলো ব্যাপকভাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতি মাসে প্রায় ১৫০টি ট্যাংক, ৫৫০টি সাঁজোয়া যান, ১২০টি ল্যানসেট ড্রোন এবং ৫০টির বেশি আর্টিলারি তৈরি করছে।

যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো এই উৎপাদনক্ষমতার ধারেকাছেও নেই। বিশ্লেষকদের মতে, ইউরোপের কারখানাগুলোকে রাশিয়ার মতো উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও বহু বছর লাগবে। এই পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যে ১৮ বছর বয়সীদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবার ব্যবস্থা পুনরায় চালু করেছে।

এদিকে ন্যাটো সদস্যদেশগুলোর বিরুদ্ধে সাইবার হামলা, ভুল তথ্য ছড়ানো এবং বিমানবন্দর বা সামরিক ঘাঁটির কাছে ড্রোন পাঠানোর মতো ‘হাইব্রিড’ বা ‘গ্রে-জোন’ আক্রমণও এ বছর আরও বেড়েছে। তবে এসব উদ্বেগজনক হলেও, ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্রে রাশিয়ার সরাসরি সামরিক হামলা, বিশেষ করে ভূখণ্ড দখল ও মানুষকে হত্যা করার মতো ঘটনা ঘটলে তা কয়েক গুণ বড় সংকট তৈরি করবে।

ন্যাটোতে ইউরোপের ৩০টি দেশ আছে, আর তাদের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রও আছে। উত্তর আমেরিকার এই দুটি দেশই এই জোটের সবচেয়ে শক্তিশালী সামরিক সদস্য। ট্রাম্পের চাপের মুখে জোটের সদস্যরা সম্প্রতি সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বার্লিনে রুটে বলেন, ‘ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও টিকে আছে, কিন্তু যুদ্ধ আমাদের দরজায়। আমি শঙ্কিত— অনেকেই এই জরুরি পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, অনেকেই ভেবে নিচ্ছে আমাদের হাতে সময় আছে।’

তিনি আরও বলেন, ‘তাই প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়াতে হবে, সেনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে হবে।’

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : টানা ভারি বর্ষণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বৃহস্পতিবার পশ্চিম-উত্তর আমেরিকায় দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া...

ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী

অনলাইন ডেস্ক : ইরানে আবারও গ্রেফতার করা হলো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে। তার সমর্থকরা জানিয়েছেন, গত শুক্রবার ইরানে রহস্যজনক পরিস্থিতিতে...

এবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল মেক্সিকো

অনলাইন ডেস্ক : চলতি বছরে ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের অর্থনীতির বড় একটা অংশ ভয়াবহ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক...

যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : টানা ভারি বর্ষণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বৃহস্পতিবার পশ্চিম-উত্তর আমেরিকায় দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া...

ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী

অনলাইন ডেস্ক : ইরানে আবারও গ্রেফতার করা হলো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে। তার সমর্থকরা জানিয়েছেন, গত শুক্রবার ইরানে রহস্যজনক পরিস্থিতিতে...

মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি: ঢামেক পরিচালক

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। তাঁর মাথার ভেতরে থাকা বুলেট এখনও বের করা সম্ভব...

Recent Comments