Thursday, December 11, 2025
Thursday, December 11, 2025
Home ইন্টারন্যাশনাল নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে। এসব অভিযোগ থেকে রেহাই পেতেই এই ক্ষমার আবেদন করেন তিনি। আর তার এই আবেদনের বিরোধিতা করে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিরোধী নেতারাও এতে যোগ দেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনার আবেদনকে ঘিরে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের কাছে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। তেল আবিবে হওয়া রোববারের এই বিক্ষোভে অংশ নেন বিরোধী আইনপ্রণেতারাও। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেসেট সদস্য নাআমা লাজিমিসহ বেশ কয়েকজন বিরোধী নেতা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তারা হারজগকে নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা এসময় ইসরায়েলের চলমান রাজনৈতিক সংকটের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন।

এদিকে বহু বছর ধরে চলা নিজের বিচার শেষ করার জন্য প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর এই ক্ষমার আবেদন ইসরায়েলে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধী নেতা ইয়ায়ির লাপিদও আহ্বান জানান, নেতানিয়াহু অপরাধ স্বীকার না করলে এবং রাজনীতি থেকে অবসর না নিলে প্রেসিডেন্ট যেন কোনওভাবেই তাকে ক্ষমা না করেন।

এর আগে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনার আবেদন জমা দেন। তবে সেখানে কোনও অপরাধ স্বীকার করেননি তিনি। অথচ ইসরায়েলি আইনে ক্ষমাপ্রাপ্তির আগে অপরাধ স্বীকার করা বাধ্যতামূলক।

ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, হারজগ এই ‘গুরুত্বপূর্ণ’ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন। এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পক্ষে তিনি। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একইসঙ্গে বলেছেন, চাইলে বিচার প্রক্রিয়ার শেষ পর্যন্ত যেতে পারতেন, তবে ‘জাতীয় স্বার্থের’ বিবেচনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

এর আগে গত নভেম্বর মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় হারজগ স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমার জন্য তার কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

RELATED ARTICLES

গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার (১০ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু...

দাসদের সন্তানের জন্য ছিল জন্মসূত্রে নাগরিকত্ব, ধনীদের নয় : ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিধানটি মূলত দাসদের সন্তানদের জন্য প্রণীত হয়েছিল, ‘ধনী’ অভিবাসীদের জন্য তাদের ‘পুরো পরিবারকে মার্কিন...

চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১২

অনলাইন ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঘটনাটি ঘটনা। ফায়ার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার (১০ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু...

মেয়েকে কটাক্ষ, মুখ খুললেন ঐশ্বরিয়া রাই

বিনোদন ডেস্ক : বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে অমিতাভ বচ্চনের কোনও ছবি কিংবা ভিডিও। ব্যক্তি অধিকার রক্ষার...

গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেল যে সিনেমাগুলো

বিনোদন ডেস্ক : সোমবার (৮ ডিসেম্বর) ঘোষণা করা হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেস থেকে মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল...

নির্বাচনকে স্মরণীয় করে রাখতে যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর...

Recent Comments