অনলাইন ডেস্ক : সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটানো বিলটিতে বুধবার (১৩ নভেম্বর) সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটানো বিলটিতে বুধবার (১৩ নভেম্বর) সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ফেডারেল কর্মচারীদের বেতন, খাদ্য সহায়তা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবাগুলো পুনরায় চালু হবে।
এর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকানদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ২২২-২০৯ ভোটে পাস হয়। ট্রাম্পের সমর্থনেই তার দল একত্র থাকতে সক্ষম হয়, যদিও ডেমোক্র্যাট সদস্যরা তীব্র বিরোধিতা করেন। তারা অভিযোগ করেন, এই চুক্তিতে নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকি চালু রাখার কোনো নিশ্চয়তা নেই। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেট বিলটি অনুমোদন করেছিল। ট্রাম্পের সইয়ের ফলে বৃহস্পতিবার থেকেই অচলাবস্থায় কর্মহীন থাকা ফেডারেল কর্মীরা কাজে ফিরতে পারবেন। তবে পুরো সরকারি কার্যক্রম ও সেবা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা কখনোই আর এমন পরিস্থিতি ঘটতে দিতে পারি না। এভাবে কোনো দেশ পরিচালিত হতে পারে না।’
এই চুক্তির মাধ্যমে সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা পেলেও বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল অস্থায়ী সমাধান। কেননা, নতুন বরাদ্দ না এলে আবারও শাটডাউনের ঝুঁকি দেখা দিতে পারে।

