বাংলা কাগজ ডেস্ক : গত ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ টরন্টোর লেখক শেখ শাহনওয়াজ এর ‘কেউ ভোলে না কেউ ভোলে’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।


টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে টরন্টোর লেখক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঙ্গালা গবেষণা প্রকাশনী সংস্থার প্রকাশনায় গ্রন্থটি এ বছর বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। এ গ্রন্থে মোট ১২টি লেখা অন্তর্ভূক্ত করা হয়েছে যেগুলোতে লেখকের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা উঠে এসেছে।
উল্লেখ্য, শেখ শাহনওয়াজ ১৯৫০ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি পশ্চিম জার্মানীতে পাড়ি জমান এবং ১৯৮১ সালে তিনি সেখান থেকে উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ গমন করেন। তিনি ১৯৮৩ সালে দেশে ফিরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করেন। ঢাকার জাতীয় প্রেসক্লাবের তিনি প্রথম প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন।
১৯৯১ সালে তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পাড়ি জমান এবং সেখানে বাংলা এবং ইংরেজী সংবাদপত্রে কাজ করেন। তিনি ১৯৯৫ সাল থেকে স্থায়ীভাবে টরন্টোতে বসবাস করছেন।
টরন্টোর অতি পরিচিত সাংস্কৃতিক কর্মী ও কবি দেলওয়ার এলাহীর সঞ্চলনায় প্রকাশনা অনুষ্ঠানের আলোচকবৃন্দ গ্রন্থটির ভ‚য়সী প্রশংসা করেন।

