হেলাল সরকার : কানাডার টরন্টোতে জাকজমকতায় বিআরসি (বাংলাদেশী রিয়েল্টরস কানাডা) নাইট, গর্ব, ভালোবাসা আর স্বপ্নের স্মৃতিচারণ এর মধ্যে দিয়ে ১২ ডিসেম্বর, শুক্রবার ব্রাইটন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।


বিআরসি নাইটের কনভেনর মনির ইসলাম, সদস্য এমএ আউয়াল, সাব্বির চৌধুরী লিটন, হিশাম চিশতি, শান দে, এবাদ চৌধুরী, জামান ভ‚ইয়া, রফিক আলম, নূরুল ইসলাম, আজিম দেওয়ান, ফয়েজ আহমেদ, দীন ইসলাম, জালাল ভ‚ইয়া ও শাহনাজ বেগমসহ আরও অনেকের ব্যাপক পরিশ্রমে সাফল্য মণ্ডিত হয়।

বিআরসি নাইটে ছিলো উপস্থিত সকলের পথচলার গল্প, একসাথে এগোনোর অঙ্গীকার আর ভবিষ্যৎকে আরও শক্ত করে গড়ে তোলার স্বপ্ন। এই রাতে সকলেই বলেন, আজকের রাত আমাদের মনে করিয়ে দিয়েছে একসাথে থাকলে স্বপ্নগুলো শুধু দেখা নয়, ছোঁয়াও যায়।

বিআরসি’র সাথে এগিয়ে চলার এই যাত্রা আরও দূর, আরও দৃঢ় সুদূরপ্রসারী। একবাক্যে একসাথে সবাই বলেন আমরা এভাবেই আছি থাকবো অনন্ত অনন্তকাল ধরে-দোয়া ও আশির্বাদ করবেন সকলে।
This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

