অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার প্রাপ্তবয়স্ক ইহুদির মধ্যে ৫৫ শতাংশই গত এক বছরে অন্তত একবার ইহুদিবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন। আরও ৫৭ শতাংশ অভিযোগ করেছেন, ‘ইহুদিবিদ্বেষ’ এখন ইহুদিদের জীবনের স্বাভাবিকভাবে তিক্ত অভিজ্ঞতা হয়ে উঠেছে।
এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) ও জিউইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকার (জেএফএনএ) যৌথ জরিপে। সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ল্যাটিন টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
জরিপটি পরিচালনা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এতে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলবিরোধী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিবিদ্বেষী ঘটনাগুলোর হার ব্যাপকভাবে বেড়ে গেছে। ২০২৪ সালে এডিএল রেকর্ড করেছে ৯ হাজারের বেশি হয়রানি, ভাঙচুর ও হামলার ঘটনা। ১৯৭৯ সালে এ তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর সর্বোচ্চ এ সংখ্যা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ইহুদি জনগোষ্ঠী এখন গভীর নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছে। ৭৯ শতাংশ ইহুদি অ্যান্টিসেমিটিজম তথা ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বিগ্ন।
৪৮ শতাংশ ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ৩৩ শতাংশ ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি-পরিকল্পনা’ নিয়েছেন, ১৪ শতাংশ প্রয়োজনে দেশ ছাড়ার চিন্তা করছেন এবং ৯ শতাংশ আত্মরক্ষার জন্য অস্ত্র কিনেছেন।
এছাড়া, যারা আগে প্রকাশ্যে ইহুদি ধর্মীয় প্রতীক- যেমন ডেভিডের তারা বা কিপ্পা পরিধান করতেন, তাদের প্রায় ২০ শতাংশ এখন তা আর করেন না।
জরিপে বলা হয়, এই প্রবণতা শুধু ঘৃণার বিস্তার নয়, বরং যুক্তরাষ্ট্রে ইহুদিদের মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে। অনেকেই এখন স্থায়ী উদ্বেগ ও ক্লিনিক্যাল অ্যানজাইটিতে আক্রান্ত।

